পাতিয়ালা, 29 অগস্ট: 23 সেপ্টেম্বর-8 অক্টোবর চিনের হ্যাং জাউতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস 2023 ৷ এ নিয়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এশিয়ান গেমসে 'অসাধারণভাবে ভালো' ফল করবে ভারতীয় খেলোয়াড়রা ৷ সোমবার নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, পঞ্জাবের পাতিয়ালায় ডেভেলপমেন্ট প্রোজেক্টের উদ্বোধন করেন। পাতিয়ালায় স্পোর্টস ইন্সটিটিউটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এশিয়ান গেমসে যে সমস্ত অ্যাথলিটরা যাবেন, তাঁদের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী। তারপরই তিনি আসন্ন এশিয়ান গেমস নিয়ে যে কতটা আশাবাদী তা জানান ৷
এবারে এশিয়ান গেমসে 634 জন ভারতীয় ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতে চলেছেন ৷ যা দেশের সর্বকালের বৃহত্তম দল। এর আগে প্রতিযোগীদের সংখ্যাটা এত হয়নি ৷ এর পাশাপাশি এশিয়ান গেমসে যে সমস্ত অ্যাথলিটরা যাবেন, তাঁদের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী। তিনি এদিন বলেন, "গত কয়েক বছর ধরে, ভারত সমস্ত খেলায় ব্যতিক্রমভাবে ভালো ফল করছেন। আজ আমাদের ক্রীড়াবিদরা বিশ্ব মঞ্চে ভারতকে পরপর খ্যাতি এনে দিচ্ছেন ৷ আমার পূর্ণ বিশ্বাস যে ভারত আসন্ন এশিয়ান গেমসেও পদক তালিকায় ব্যতিক্রমীভাবে ভালো ফল করবে ৷"