রেওয়া (মধ্যপ্রদেশ), 30 মার্চ : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ধর্মীয় গুরুর বিরুদ্ধে (Spiritual Guru Allegedly raped a teenage girl in Madhya Pradesh) ৷ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ায় ৷ ওই ধর্মগুরুর নাম সীতারাম মহারাজ ৷ এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজন ৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় সিভিল লাইন পুলিশ (MP police arrested spiritual guru in rape case) ৷ ধৃতের নাম বিনোদ পান্ডে ৷
পুলিশ জানিয়েছে, বিনোদ পান্ডে ওই নাবালিকাকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখায় ৷ তার কথায় বিশ্বাস করে ওই নাবালিকা বিনোদের কথা মতো সে প্রথমে স্থানীয় সৈনিক স্কুলের কাছে যায় ৷ তার পর সেখান থেকে তাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয় ৷
পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছে, সার্কিট হাউজেই ওই সীতারাম মহারাজ ছিল ৷ প্রথমে অভিযুক্তরা মদ্যপান করে ৷ তার পর তাকেও জোর করে মদ খাওয়ানো হয় ৷ শুরুতে সীতারাম মহারাজ তাকে ধর্ষণ করে ৷ তার পর বাকিরাও তার উপর যৌন নির্যাতন চালায় ৷