ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে তেলের দাম (Spike in oil price) মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় চিন্তিত দিল্লি (Jaishankar on Oil Price)৷ মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেছেন, এই ঘটনা "আমাদের শিরদাঁড়া ভেঙে দিচ্ছে ৷" ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর বলেন, উন্নয়নশীল দেশগুলির শক্তির চাহিদা কীভাবে মেটানো যায়, সে সম্পর্কে গভীর উদ্বেগ রয়েছে (Russia Ukraine conflict)।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে জয়শংকর বলেন, "আমরা ব্যক্তিগতভাবে, প্রকাশ্যে, গোপনীয়ভাবে এবং ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছি যে এই সংঘাতে কারও স্বার্থসিদ্ধি হবে না ।" তাঁর কথায়, সমস্যা মেটাতে আলোচনা ও কূটনীতিতে ফিরে আসাই সবচেয়ে ভালো পথ । জয়শংকর বলেছেন, "তেলের দাম নিয়ে আমাদের উদ্বেগ আছে ৷ কিন্তু আমরা মাথাপিছু 2,000 মার্কিন ডলারের অর্থনীতি । তেলের দাম আমাদের শিরদাঁড়া ভেঙে দিচ্ছে এবং এটি আমাদের কাছে বিরাট উদ্বেগের বিষয় ৷"
রাশিয়ার থেকে তেলের জোগান নিয়ে একটি প্রশ্নের জবাবে জয়শংকর বলেন, "অতীতে যখনই আমরা কিছু অবদান রাখতে পেরেছি, আমরা তখন এগুলি যুঝতে পারতাম ৷ কিন্তু এই মুহূর্তে কিছু সমস্যা আছে ৷ আপনাকে বুঝতে হবে যে গত কয়েক মাসে শক্তির বাজারগুলি খুব চাপের মধ্যে রয়েছে ৷ দক্ষিণের দেশগুলির সীমিত শক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করাটা কঠিন বলে মনে করেছে ৷ শুধুমাত্র মূল্য বৃদ্ধির জন্যই নয়, প্রাপ্যতার ক্ষেত্রেও এটা হয়ে যাচ্ছে অসুবিধের একটা ক্ষেত্র ৷"