নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর :80 জন পাইলটকে তিন মাসের জন্য বিনা বেতনের ছুটিতে (Leave Without Pay) পাঠালো স্পাইসজেট (SpiceJet) ৷ মঙ্গলবার সংস্থার তরফে এই কথা জানানো হয়েছে ৷ তাদের দাবি, খরচ সামলাতে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সংস্থার দাবি, স্পাইসজেট বরাবর ছাঁটাইয়ের বিপক্ষে ৷ করোনা অতিমারীর (Covid Pandemic) সময়ও তারা এই সিদ্ধান্তে অটল ছিল ৷ কিন্তু বিমানের সঙ্গে পাইলটের সংখ্যার ভারসাম্য বজায় রাখতে নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়েছেন ওই পাইলটরা ৷ যাঁদের উপর এই কোপ পড়েছে, তাঁরা ওই বিমান সংস্থার বোয়িং ও বোমবারডিয়ার বিমানে কাজ করতেন বলে জানা গিয়েছে ৷ সংবাদমাধ্যমকে এক পাইলট জানিয়েছেন, এই বিমান সংস্থার অর্থনৈতিক সংকট (Financial Crisis) তাঁদের সকলেরই জানা ৷ কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তাঁরা হতবাক ৷ তিনমাস পর সংস্থার অর্থনৈতিক অবস্থা কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা থেকে যাচ্ছে ৷
তিনি আরও জানিয়েছেন, যাঁদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে, তাঁদের তিনমাস পর যে ফের চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে, তার কোনও নিশ্চিয়তা নেই ৷
আরও পড়ুন :চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে বিপুল ক্ষতি, ইস্তফা দিলেন স্পাইসজেটের সিএফও