নয়াদিল্লি, 9 অগস্ট:নিরাপত্তাজনিত কারণে গত তিন বছরে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেট বিমান সংস্থা ৷ যান্ত্রিক সমস্যায় পাকিস্তানেও জরুরি অবতরণ করেছে তাদের বিমান । সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপেও পড়েছে সংস্থাটি ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ (SpiceJet reported highest 14 safety related incidents in 3 years) ৷
সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, 2020 থেকে এখনও পর্যন্ত মোট 14 বার সুরক্ষা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেটের উড়ান । এর মধ্যে গুরুতর বিমান দুর্ঘটনাও রয়েছে ৷ ইন্ডিগোর এধরণের মোট 12টি সমস্যা হয়েছে ৷ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিসিএ-র নিরাপত্তাজনিত যাবতীয় নিয়ম বিমান সংস্থাকে মেনে চলতে হবে ৷