পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet Passenger Offloaded: বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে - যাত্রীর অভব্য আচরণ

বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক যাত্রীকে (SpiceJet Passenger Offloaded)৷

SpiceJet ETV Bharat
স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

By

Published : Jan 23, 2023, 8:03 PM IST

Updated : Jan 23, 2023, 8:17 PM IST

স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

নয়াদিল্লি, 23 জানুয়ারি:বোর্ডিং-এর সময় বিমানসেবিকাকে অভব্য আচরণের (Unruly behaviour by passenger) জন্য বিমান থেকে নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে ৷ সোমবার দিল্লি-হায়দরাবাদ রুটের বিমানে ওঠার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্পাইসজেট (SpiceJet Passenger Offloaded)৷

23 জানুয়ারি এসজি-8133 দিল্লি-হায়দরাবাদ বিমানে ওঠার সময় দিল্লিতে এই ঘটনা ঘটে ৷ একজন যাত্রী অভব্য আচরণ করে কেবিন ক্রুদের হয়রানি ও বিরক্তির সৃষ্টি করেন বলে অভিযোগ ৷

স্পাইসজেট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, "কেবিন ক্রুরা পিআইসি (পাইলট ইন কমান্ড) এবং নিরাপত্তা কর্মীদের সেই ঘটনা সম্পর্কে জানিয়েছিলেন ৷ তার পরেই ওই যাত্রী এবং তাঁর সঙ্গে ভ্রমণকারী অপর একজন সহযাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ ওই দুই যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ৷"

আরও পড়ুন:35 জন যাত্রীকে ফেলে রেখে অমৃতসর থেকে উড়ল সিঙ্গাপুরগামী বিমান

এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একজন বয়স্ক যাত্রীর সঙ্গে কেবিন ক্রু সদস্যদের উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে ৷ অন্যান্য যাত্রীরা তাঁদের থামানোর চেষ্টা করছেন ৷

ক্রু সদস্যরা অভিযোগ করেছেন যে, তাঁদের মধ্যে একজনকে ওই যাত্রী অশালীন ভাবে স্পর্শ করেন । অন্যদিকে, সহযাত্রীরা দাবি করেছেন যে বিমানে ছোট জায়গার কারণে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে । ওই যাত্রী পরে লিখিত ভাবে ক্ষমা চেয়েছিলেন ৷ কিন্তু এর পরেও কোনও রকম ঝামেলা যাতে না হয় সে জন্য তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় । সাম্প্রতিক অতীতে বিমানে বোমাতঙ্ক ও জরুরি অবতরণের ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে স্পাইসজেটে ৷

চলতি মাসের শুরুর দিকে 6 ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-142-এ যাত্রীদের দুর্ব্যবহারের দুটি ঘটনার পর 9 জানুয়ারি ওই সংস্থার অ্যাকাউন্টেবল ম্যানেজারের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ৷ একজন যাত্রী শৌচালয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছিলেন ৷ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ক্রুদের কথা শুনছিলেন না । একই রকম আরেকটি ঘটনায় 9 জানুয়ারি ইন্ডিগো এয়ারলাইন্সের পাটনাগামী একটি ফ্লাইটে দুই নেশাগ্রস্ত যাত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে ।

Last Updated : Jan 23, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details