পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 27, 2022, 4:03 PM IST

Updated : Dec 27, 2022, 4:28 PM IST

ETV Bharat / bharat

Fake Bomb Threat at Delhi Airport: বিমানে ভুয়ো বোমাতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি

দিল্লি বিমানবন্দরে জয়সলমের থেকে আসা বিমানে বোমাতঙ্ক (SpiceJet Flight Passengers Go Haywire Over Fake Bomb Threat at Delhi Airport) ৷ যদিও সেটি ভুয়ো ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

Fake Bomb Threat at Delhi Airport ETV BHARAT
দিল্লি বিমানবন্দরে ভুয়ো বম্ব থ্রেট

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: দিল্লি বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক ঘিরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ স্পাইসজেটের বিমানের আসনের পিছনে হুমকি চিঠি পাওয়া যায় ৷ অভিযোগ সেই চিঠিতে বম্ব থ্রেট দেওয়া হয়েছিল (SpiceJet Flight Passengers Go Haywire Over Fake Bomb Threat at Delhi Airport) ৷ সেই খবর বিমানের যাত্রীদের কানে পৌঁছতেই হড়োহুড়ি পড়ে যায় ৷ হিন্দিতে সেই বম্ব থ্রেটটি দেওয়া হয়েছিল ৷ যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘‘এই বিমানের একটি আসনের নীচে কাপড়ে মুড়ে বম্ব রাখা হয়েছে ৷’’ যাত্রীরা আতঙ্কে বিমান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন ৷

খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা বিমানটিকে একাধিকবার পরীক্ষা করলেও কোনও প্রকার বিস্ফোরকের সন্ধান পাননি ৷ এরপরেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই হুমকিটি ভুয়ো ছিল ৷ কিন্তু, এই ঘটনার জেরে বিমান পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরের পর জয়সলমের থেকে স্পাইসজেটের একটি বিমান দিল্লি এয়ারপোর্টে নামে ৷ কিন্তু, বিমান মাঝআকাশে থাকার সময় একটি আসনের পিছনে থাকা ওই চিরকুটে লেখা মেসেজটি কারও চোখে পড়েনি ৷ আর এর মূল কারণ, সেটি বিমানের একদম শেষের অংশ ৷ তার পিছনে আর কোনও আসন ছিল না ৷

কিন্তু, যাত্রীরা যখন বিমান থেকে নামছিলেন, তখন এক মহিলা যাত্রীর নজর ওই খালি অংশ বিমানের শেষ আসনের পিছনে থাকা মেসেজটির উপরে যায় ৷ তিনি বিষয়টি বিমানের অন্যান্য যাত্রী এবং বিমানকর্মীদের জানান ৷ যাত্রীরা ধীরে সুস্থে বিমান থেকে বের হচ্ছিলেন ৷ কিন্তু, বিষয়টি জানার পরেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অনেকেই তাড়াতাড়ি বিমান থেকে নামার চেষ্টা করেন ৷ এতে বিমানের মধ্যে কিছুটা হুড়োহুড়ি পড়ে যায় ৷ তবে, বিমানকর্মীরা সকলকে ধীরে সুস্থে বিমান থেকে নামার অনুরোধ করতে থাকেন ৷ সেই সঙ্গে বিমানের বাইরে থাকা গ্রাউন্ড স্টাফরাও, সকলকে ধীরে ধীরে বিমান থেকে নামার পরামর্শ দেন ৷

আরও পড়ুন:যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য

বিমানটিকে যাত্রী শূন্য করার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি বার্তা পাঠানো হয়, বম্ব থ্রেট নিয়ে ৷ খবর পেয়েই বিমানটিকে নিরাপত্তার ঘেরাটপে মুড়ে ফেলে সিআইএসএফ এবং বিমানবন্দরে থাকা অন্যান্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ দিল্লি পুলিশও বিমানবন্দরের ভিতরে থাকা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে ৷ এর পর বিমানটিকে এয়ারপোর্টের একটি সুনির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই বিমানটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন নিরাপত্তা এজেন্সির বম্ব স্কোয়াডের সদস্যরা ৷ কিন্তু, বিমানে কোনও বম্ব বা বিস্ফোরক উদ্ধার হয়নি ৷ তবে, কে বা কারা এই ভুয়ো হুমকির চিঠি আসনের পিছনে রেখে গিয়েছে, তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ ৷

Last Updated : Dec 27, 2022, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details