পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet flight makes emergency landing : দিল্লিগামী স্পাইস জেটের বিমানে পাখির ধাক্কা, প্রাণে বাঁচলেন 183 যাত্রী - after engine catches fire spicejet flight makes emergency landing at patna

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা বিমানের ৷ স্পাইস জেটের দিল্লীগামী বিমানের জরুরি অবতরণ পটনা বিমানবন্দরে ৷ সুরক্ষিত সকল যাত্রী ও বিমানকর্মী (SpiceJet flight makes emergency landing as engine shuts down mid air after bird hit) ৷

Spicejet flight makes emergency landing
দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন

By

Published : Jun 19, 2022, 5:57 PM IST

নয়াদিল্লি, 19 জুন : টেক-অফের কিছুক্ষণের মধ্যে পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ স্পাইসজেটের দিল্লিগামী বিমানের ৷ ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, এদিন পাটনা আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি পাখির সঙ্গে সংঘর্ষের পর বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় ৷ তারপরেই বিমানটির জরুরি অবতরণ করান পাইলট ৷ ঘটনায় কেউ হতাহত হননি ৷ কেবিন ক্রু ও বিমান চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন বিমানের 183 জন যাত্রীই ৷ (SpiceJet flight makes emergency landing as engine shuts down mid air after bird hit) ৷

তবে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, এদিন পাখির সঙ্গে বিমানের ধাক্কার লাগার পরেই এক কেবিন ক্রু'র নজরে আসে বিমানের ভিতর একটি পাখায় আগুন লেগে যায় ৷ এরপরই বিমানটি পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ পাটনার জেলা শাসক চন্দ্র শেখর সিং জানান, দিল্লিগামী বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লক্ষ্য করা যায় ৷ ফলে দ্রুত পাটনা বিমান বন্দরে ফেরত আসে বিমানটি ৷ যান্ত্রিক গোলযোগের কারণে বিমানে আগুন লেগেছিল কিনা তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা ৷

আরও পড়ুন :চিনে রানওয়েতে পিছলে গেল বিমানে, দাউ দাউ করে জ্বলল আগুন

পাটনা বিমানবন্দরের জনৈক আধিকারিক জানান, 2 জন শিশু-সহ 183 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ পরে তাঁরা অন্য বিমানে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ৷ বিমানে থাকা এক যাত্রী বলেন, ‘‘পাইলট আর কেবিন ক্রু তৎপরতায় প্রাণ রক্ষা পেয়েছ ৷ তবে বিমনাটি টেক-অফের সময় থেকেই সমস্যা হচ্ছিল মনে হয় ৷ খুব জোরে আওয়াজ হচ্ছিল ৷’’

ABOUT THE AUTHOR

...view details