নয়াদিল্লি, 19 জুন : টেক-অফের কিছুক্ষণের মধ্যে পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ স্পাইসজেটের দিল্লিগামী বিমানের ৷ ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, এদিন পাটনা আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি পাখির সঙ্গে সংঘর্ষের পর বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় ৷ তারপরেই বিমানটির জরুরি অবতরণ করান পাইলট ৷ ঘটনায় কেউ হতাহত হননি ৷ কেবিন ক্রু ও বিমান চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন বিমানের 183 জন যাত্রীই ৷ (SpiceJet flight makes emergency landing as engine shuts down mid air after bird hit) ৷
তবে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, এদিন পাখির সঙ্গে বিমানের ধাক্কার লাগার পরেই এক কেবিন ক্রু'র নজরে আসে বিমানের ভিতর একটি পাখায় আগুন লেগে যায় ৷ এরপরই বিমানটি পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ পাটনার জেলা শাসক চন্দ্র শেখর সিং জানান, দিল্লিগামী বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লক্ষ্য করা যায় ৷ ফলে দ্রুত পাটনা বিমান বন্দরে ফেরত আসে বিমানটি ৷ যান্ত্রিক গোলযোগের কারণে বিমানে আগুন লেগেছিল কিনা তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা ৷