নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: অটো-পাইলটজনিত সমস্যার জন্য ফিরল বিমান ৷ টেক-অফের পর স্পাইসজেটের বি737 এয়ারক্রাফ্ট ভিটি-এসএলপি দিল্লি-নাসিক বিমানটি বৃহস্পতিবার প্রযুক্তিগত গোলযোগের কারণে ফিরে আসতে বাধ্য হয়, জানিয়েছেন আধিকারিকেরা (SpiceJet Delhi Nashik aircraft involved in an air turnback due to an autopilot snag) ৷
দিল্লি থেকে নাসিকে যাচ্ছিল স্পাইসজেটের বিমানটি ৷ অটোপাইলট সিস্টেমে কিছু গোলোযোগ হওয়ায় মাঝ আকাশ থেকে শহরে ফিরে আসে সেটি, জানান আধিকারিক ৷ যদিও বিমানটি ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) নিরাপদে অবতরণ করেছে ৷ আধিকারিক বলেন, "স্পাইসজেট ভিটি-এসএলপি এয়ারক্রাফ্ট নয়াদিল্লি থেকে মহারাষ্ট্রের নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ বিমানের অটোপাইলট সিস্টেমে গণ্ডগোল দেখা দেওয়ায় সেটি আবার ফিরে আসে ৷" তবে বিমানযাত্রী এবং কর্মীদের কেউ কোনওভাবে আহত হননি ৷
আরও পড়ুন: 36 হাজার ফুট উচ্চতায় এমিরেটসের বিমান, ইন্ডিগোতে বাজল সতর্কতা সাইরেন