পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet : বিমান পরিষেবা বাড়াচ্ছে স্পাইস জেট, কলকাতা ও বাগডোগরা থেকে নতুন উড়ান

তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে আহমেদাবাদ ও কলকাতা থেকে শ্রীনগর রুটে বিমান পরিষেবা ৷

SpiceJet
দেশের ভিতর বিমান পরিষেবা বাড়াচ্ছে স্পাইস জেট, বাগডোগরা থেকেও মিলবে পরিষেবা

By

Published : Oct 25, 2021, 10:06 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : আগামী 31 অক্টোবর থেকে আভ্যন্তরীণ বিমান পরিষেবা বাড়াচ্ছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইস জেট ৷ সোমবার এই ঘোষণা করেছে সংস্থাটি ৷ ওইদিন থেকে দেশের 28টি রুটে নয়া পরিষেবা শুরু করবে এই বিমানসংস্থাটি ৷

এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে আহমেদাবাদ ও কলকাতা থেকে শ্রীনগর রুটে বিমান পরিষেবা ৷ এছাড়াও শীতের পর্যটন মরশুমের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন মেট্রো ও বড় শহর থেকে জয়পুর, যোধপুর, উদয়পুর পর্যন্ত ননস্টপ বিমান পরিষেবা দেবে সংস্থাটি ৷

আরও পড়ুন : Defence Expo 2022 : 12তম প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশের সাফল্য তুলে ধরাই লক্ষ্য রাজনাথের

উল্লেখ্য, গত 12 অক্টোবরই কেন্দ্র জানিয়েছে, দেশের মধ্যে যাত্রী পরিবহণের ক্ষেত্রে কোভিডের কারণে কম যাত্রী নিয়ে উড়ানের যে নিয়ম চালু ছিল, তা শিথিল করা হচ্ছে ৷ 18 অক্টোবর থেকে এই নিয়ম লাগু হয়েছে ৷ ফলে আভ্যন্তরীণ যাত্রী পরিবহণে বিমানে আর নির্দিষ্ট করে কোনও আসন সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details