নয়াদিল্লি, 25 অক্টোবর : আগামী 31 অক্টোবর থেকে আভ্যন্তরীণ বিমান পরিষেবা বাড়াচ্ছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইস জেট ৷ সোমবার এই ঘোষণা করেছে সংস্থাটি ৷ ওইদিন থেকে দেশের 28টি রুটে নয়া পরিষেবা শুরু করবে এই বিমানসংস্থাটি ৷
এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে আহমেদাবাদ ও কলকাতা থেকে শ্রীনগর রুটে বিমান পরিষেবা ৷ এছাড়াও শীতের পর্যটন মরশুমের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন মেট্রো ও বড় শহর থেকে জয়পুর, যোধপুর, উদয়পুর পর্যন্ত ননস্টপ বিমান পরিষেবা দেবে সংস্থাটি ৷