নয়াদিল্লি, 2 জুলাই : বিমানটি তখন প্রায় 5 হাজার ফুট উচ্চতায় ৷ এদিকে বিমানের মধ্যে ধোঁয়ায় ধোঁয়া ৷ শ্বাস নিতে পারছেন না যাত্রীরা ৷ কাগজকেই হাতপাখা বানিয়েছেন ৷ বিপদ বুঝে বিমানটি দিল্লি বিমানবন্দরে নামিয়ে আনলেন চালক ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জব্বলপুরগামী স্পাইসজেট-এর এয়ারক্রাফ্টে ৷ বিমান সংস্থার সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সবাইকেই নিরাপদে বের করে আনা হয়েছে (SpiceJet aircraft returns Delhi airport as crew noticed smoke in the cabin) ৷
বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বিমানটি 5 হাজার ফুট উপরে থাকাকালীন বিমানের ভিতরে ধোঁয়ার বিষয়টি জানা যায় ৷ সকাল 6.15 মিনিট নাগাদ বিমানটি দিল্লি থেকে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ 7টার সময় ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসে ৷ যাত্রীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয় ৷