পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet Aircraft Smoke: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট - SpiceJet Aircraft emergency landing

বিমানের মধ্যে ধোঁয়া ভর্তি ৷ বিমানটি তখন প্রায় 5 হাজার ফুট উচ্চতায় ৷ অবস্থা বুঝে তড়িঘড়ি এয়ারক্রাফ্ট নামিয়ে আনলেন বিমানচালক (SpiceJet Aircraft Smoke) ৷

SpiceJet Aircraft Cabin full of smoke
বিমানের মধ্যে ধোঁয়া

By

Published : Jul 2, 2022, 9:43 AM IST

Updated : Jul 2, 2022, 12:25 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই : বিমানটি তখন প্রায় 5 হাজার ফুট উচ্চতায় ৷ এদিকে বিমানের মধ্যে ধোঁয়ায় ধোঁয়া ৷ শ্বাস নিতে পারছেন না যাত্রীরা ৷ কাগজকেই হাতপাখা বানিয়েছেন ৷ বিপদ বুঝে বিমানটি দিল্লি বিমানবন্দরে নামিয়ে আনলেন চালক ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জব্বলপুরগামী স্পাইসজেট-এর এয়ারক্রাফ্টে ৷ বিমান সংস্থার সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সবাইকেই নিরাপদে বের করে আনা হয়েছে (SpiceJet aircraft returns Delhi airport as crew noticed smoke in the cabin) ৷

বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বিমানটি 5 হাজার ফুট উপরে থাকাকালীন বিমানের ভিতরে ধোঁয়ার বিষয়টি জানা যায় ৷ সকাল 6.15 মিনিট নাগাদ বিমানটি দিল্লি থেকে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ 7টার সময় ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসে ৷ যাত্রীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয় ৷

স্পাইসজেটের বিমানে ধোঁয়া, আতঙ্ক, দিল্লি ফিরল বিমান

আরও পড়ুন: বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই, বিমানের টায়ার ফাটলেও প্রাণরক্ষা 150 যাত্রীর

বিমানটির এক যাত্রী সংবাদসংস্থাকে জানিয়েছে, বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয় ৷ একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ৷ এর আগে 19 জুন স্পাইসজেটেরই দিল্লিগামী একটি বিমান পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ বিমানে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তখন বিমানটিকে নামিয়ে আনা হয়েছিল ৷ সেবারও 185 জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয় ৷

Last Updated : Jul 2, 2022, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details