গুয়াহাটি, 9 অক্টোবর: চলমান একটি ট্রাকের ধাক্কায় অসমের কাজিরাঙা অভয়ারণ্যে অল্পের জন্য রক্ষা পেল একটি একশৃঙ্গ গণ্ডার ৷ প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে গণ্ডারটি (Speeding Truck Hits Rhinoceros at Kaziranga National Park) ৷ শনিবার সকাল সাড়ে 10টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে অভয়ারণ্যের মধ্যবর্তী জাতীয় সড়কে ৷
বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে ঘটনার যে সিসিটিভি ফুটেজ পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে, রাস্তা পারাপার করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গণ্ডারটি ৷ অভয়ারণ্যের রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না-পেরে গণ্ডারটিকে আঘাত করে ৷ প্রাণে বাঁচলেও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত গণ্ডারটি দুর্ঘটনাস্থলের অনতিদূরে গিয়ে লুটিয়ে পড়ে ৷