নয়াদিল্লি, 18 অগস্ট : সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়ামের বৈঠকের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ায় অসন্তুষ্ট দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এনভি রামানা (N V Ramana)৷ এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন তিনি ৷
বিচারপতি নবীন সিনহার অবসরের পর তাঁর ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "সংবাদমাধ্যমে যে খবর ও সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে, তা নিয়ে এই অনুষ্ঠানে আমি নিজের উদ্বেগ জানাতে চাই ৷ আপনারা সবাই জানেন যে, এই আদালতে আমাদের বিচারপতিদের নিয়োগ করতে হবে ৷ সেই প্রক্রিয়া চলছে ৷ বৈঠক হবে, সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়া খুবই সুরক্ষিত ও শ্রদ্ধার ৷ আর এর একটা মর্যাদা রয়েছে ৷ আমার মিডিয়ার বন্ধুরা নিশ্চয়ই সেটা বুঝবেন এবং এই প্রক্রিয়ার পবিত্রতাকে স্বীকৃতি দেবেন ৷"
আরও পড়ুন:SC Judges : প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে দেশ ? আশা কলেজিয়ামের প্রস্তাবে
এ রকম একটা গুরুতর বিষয় নিয়ে সম্ভাবনার খবর করা থেকে বিরত থাকার জন্য শীর্ষ সাংবাদিকদের অধিকাংশের প্রশংসাও করেন তিনি ৷ বিচারপতি রামানা বলেন, "এ ধরনের পেশাদার সাংবাদিক ও নীতিবান সংবাদমাধ্যমই সুপ্রিম কোর্ট ও গণতন্ত্রের প্রকৃত শক্তি ৷ আপনারা আমাদের সিস্টেমেরই একটা অংশ ৷ সব স্টেকহোল্ডাররা এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করবেন, এটাই আশা রাখব ৷"
আরও পড়ুন:COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টে
আজ সকালেই খবর ছড়িয়ে পড়ে যে, সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য 9 জন বিচারপতির নাম প্রস্তাব করেছে দেশের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)৷ এই প্রথম কলেজিয়াম তিনজন মহিলা বিচারপতির নামে অনুমোদন দিয়েছে বলে জানা যায় ৷ খবর রটে যে, সেই তিনজন মহিলার মধ্যে রয়েছেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগরত্ন (Justice BV Nagarathna) ৷ তিনি নিযুক্ত হলে 2027 সালে তাঁকে দেশের প্রধান বিচারপতির আসনে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এই প্রত্যাশা বাস্তবায়িত হলে তিনিই হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি (First Female CJI)৷
আরও পড়ুন:পকসো মামলার শুনানিতে বিশেষ আদালতের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম
এ ছাড়াও যে দু'জন মহিলা বিচারপতির নাম প্রস্তাব করা হয়েছে তাঁরা হলেন, তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ও গুজরাত হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী (Justice Bela Trivedi) ৷ এই তিনজন ছাড়া যে বিচারপতিদের নাম কলেজিয়াম প্রস্তাব করেছে তাঁরা হলেন, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, কেরালা হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার ৷
আরও পড়ুন:Supreme Court : হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারে ‘না’ সুপ্রিম কোর্টের