কলকাতা, 14 জুলাই : ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি ফের রাজনীতিতে হাতপাকাতে চাইছেন ? নয়াদিল্লির রাজনৈতিক মহলে গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এই জল্পনা ভাসতে শুরু করেছে ৷ তিনি শীঘ্রই কংগ্রেসে (Congress) যোগদান করতে পারেন বলে খবর ৷
কেন এই জল্পনা ছড়াচ্ছে ? উত্তর হল, গতকাল নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর ৷ সেই বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা রাহুলের দিদি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi) উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সেখানে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয় নিয়ে প্রাথমিক কথাবার্তা হয় ৷
আরও পড়ুন :দিল্লিতে রাহুলের বাড়িতে প্রশান্ত কিশোর
নাম প্রকাশ না করার শর্তে এক কংগ্রেস নেতা জানালেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন ৷ সেটা আরও একধাপ এগোল ৷ আসন্ন এআইসিসি-র বৈঠকে গোটা বিষয়টি চূড়ান্ত হবে ৷
এই খবর ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে ৷ তার কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে চুক্তির নবীকরণ হতে পারে ৷ প্রশান্ত কিশোর নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জাতীয়স্তরে মোদি বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে কাজ করছেন ৷ তার পর কীভাবে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন ? তিনি কংগ্রেসে গেলে তো তাঁর উদ্যোগই ধাক্কা খাবে ৷