পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার জয়ের হ্যাটট্রিকের কারিগর প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দেবেন, জল্পনা তুঙ্গে - Rahul Gandhi latest news today

মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেসের রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রশান্ত কিশোর ৷ তার পরই জল্পনা ছড়ায় যে তিনি কংগ্রেসে যোগদান করতে চলেছেন ৷

speculation over prashant kishor joining congress after his meeting with rahul gandhi priyanka gandhi
মমতার জয়ের হ্যাটট্রিকের কারিগর প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দেবেন, জল্পনা তুঙ্গে

By

Published : Jul 14, 2021, 4:15 PM IST

কলকাতা, 14 জুলাই : ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি ফের রাজনীতিতে হাতপাকাতে চাইছেন ? নয়াদিল্লির রাজনৈতিক মহলে গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এই জল্পনা ভাসতে শুরু করেছে ৷ তিনি শীঘ্রই কংগ্রেসে (Congress) যোগদান করতে পারেন বলে খবর ৷

কেন এই জল্পনা ছড়াচ্ছে ? উত্তর হল, গতকাল নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর ৷ সেই বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা রাহুলের দিদি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi) উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সেখানে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয় নিয়ে প্রাথমিক কথাবার্তা হয় ৷

আরও পড়ুন :দিল্লিতে রাহুলের বাড়িতে প্রশান্ত কিশোর

নাম প্রকাশ না করার শর্তে এক কংগ্রেস নেতা জানালেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন ৷ সেটা আরও একধাপ এগোল ৷ আসন্ন এআইসিসি-র বৈঠকে গোটা বিষয়টি চূড়ান্ত হবে ৷

এই খবর ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে ৷ তার কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে চুক্তির নবীকরণ হতে পারে ৷ প্রশান্ত কিশোর নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জাতীয়স্তরে মোদি বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে কাজ করছেন ৷ তার পর কীভাবে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন ? তিনি কংগ্রেসে গেলে তো তাঁর উদ্যোগই ধাক্কা খাবে ৷

আরও পড়ুন :মন্ত্রিসভার পর ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের

কারণ, 2024 সালের লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কি গাঁটছড়া হবে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ তাছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশ বলছেন, কংগ্রেসের মুখ রাহুল গান্ধি ৷ এখন পদে না থাকলেও তিনি যে দলের পরবর্তী সভাপতি, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ সেক্ষেত্রে রাহুলই চব্বিশের ভোটে মোদি বিরোধী মুখ হিসেবে লড়াইয়ে নামবেন ৷ সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে ?

কংগ্রেসের ওই নাম প্রকাশে অনিচ্ছুক নেতা বলছেন, প্রশান্ত কিশোরকে সম্ভবত বিহার কেন্দ্রীক রাজনীতিতে ব্যবহার করা হবে ৷ কারণ, পিকে বিহারের ভূমিপুত্র ৷ বিহারের প্রতি তাঁর আলাদা আবেগ আছে ৷ তিনি সেই কারণেই নীতীশ কুমারের (Nitish Kumar) সংযুক্ত জনতা দল বা জেডিইউ-তে (JDU) যোগদান করেছিলেন ৷

আরও পড়ুন :যারা দেশের শান্তি ছিনিয়ে নিয়ে চায় তাদের বয়কট করুন : যোগী

যদিও রাজধানীর রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে পুরোটাই জল্পনা ৷ এর মধ্যে কোনও সত্যতা নেই৷ প্রশান্ত কিশোর মোদি বিরোধী শক্তিকে এক করার কাজ করছেন ৷ তাই সাম্প্রতিককালে তিনি দেশের একাধিক মোদি বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক সেই প্রক্রিয়ারই অঙ্গ ৷ কারণ, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী শক্তি গড়ে তোলা কার্যত অসম্ভব ৷

ABOUT THE AUTHOR

...view details