পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cabinet Reshuffle : রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা, আসতে পারে নতুন মুখ - রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে

অর্থ দফতর নিজের হাতেই রাখতে পারেন মমতা । অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাতে হবে তাঁকে । মুখ্যমন্ত্রী নিজেই অর্থমন্ত্রকের দায়িত্ব নিলে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে ।

Cabinet Reshuffle
রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে

By

Published : Nov 8, 2021, 10:01 PM IST

কলকাতা, 8 নভেম্বর : সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর থেকেই জল্পনা চলছিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এর মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কে সামলাবেন ? রাজ্যের ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাধন পান্ডে অসুস্থ থাকায় এতদিন বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায় । তাঁর অবর্তমানে সেই দায়িত্বই বা কে নেবেন ? এই মুহূর্তে অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরও ফাঁকা ৷ সেই দফতরের দায়িত্বই বা কার হাতে যাবে ৷ এরকম হাজারও প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে ৷ সূত্রের খবর, মন্ত্রীসভার রদবদলে গুরুত্ব বাড়তে পারে প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের । এতদিন তিনি কৃষি দফতরের দায়িত্বে ছিলেন ৷ সুব্রত মুখোপাধ্যায়ের অবর্তমানে তাঁর হাতেই যেতে পারে এই দফতরের দায়িত্ব ।

আরও পড়ুন :BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা

একইভাবে পরিবহন ও আবাসন দফতরের দায়িত্বে থাকা ফিরহাদ হাকিমেরও দফতর বদল হতে পারে বলে খবর । তাঁকে পুর ও নগর উন্নয়ন দফতর ফিরিয়ে দেওয়া হতে পারে । এক্ষেত্রে দফতর বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও ৷ তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে দিনহাটা থেকে রেকর্ড ভোটে জয়ী হওয়া উদয়ন গুহকে । সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় পেতে পারেন পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতরটি ৷

আরও পড়ুন :Primary TET Agitation : চাকরি না-পেয়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছেন প্রাথমিক টেট উত্তীর্ণরা

আগেও শোনা যাচ্ছিল, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অর্থ দফতরের দায়িত্বও দেওয়া হতে পারে । তবে দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো পার্থ চট্টোপাধ্যায়ের আর চাপ না বাড়িয়ে অর্থ দফতর নিজের হাতেই রাখতে পারেন মমতা । অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাতে হবে তাঁকে । অন্যদিকে বর্তমানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি মুখ্যমন্ত্রী যথেষ্ট আস্থাশীল । অর্থমন্ত্রী অমিত মিত্র সঙ্গেও তাঁর বোঝাপড়া খুবই ভাল, ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অমিত মিত্রকে অর্থ অর্থ দফতরের উপদেষ্টা করলে তাঁর সঙ্গে তাল মিলিয়ে ভাল কাজ করতে পারবেন তিনি । নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই অর্থমন্ত্রকের দায়িত্ব নিলে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে । সেক্ষেত্রে বর্তমানে পুর ও নগর উন্নয়নের মত গুরুত্বপূর্ণ অর্থ দফতর থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে । পাশাপাশি শান্তিপুর থেকে জয়ী হওয়া তরুণ বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর ঠাঁই হতে পারে নতুন মন্ত্রিসভায়।

ABOUT THE AUTHOR

...view details