নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ চতুর্থবার বাজেট পেশ করতে এসে ইতিমধ্যেই একগুচ্ছ ঘোষণা করে ফেলেছেন অর্থমন্ত্রী ৷ এবার জানিয়ে দিলেন, একবছরের মধ্যে ফাইভ জি স্পেকট্রাম নিলাম হবে (Auction of 5G Mobile Service) ৷’’
সীতারামন বলেন, ‘‘বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা ফাইভ জি মোবাইল পরিষেবা শুরু করার লক্ষ্যে চলতি বছরেই প্রয়োজনীয় স্পেকট্রাম নিলাম করা হবে । একইসঙ্গে তিনি বলেন, ‘‘সমস্ত গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ 2025 সালের মধ্যে শেষ হবে । অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিকসের প্রচারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যার লক্ষ্য ভিজ্যুয়াল এবং অ্যানিমেশন সেক্টরে যুবকদের নিয়োগ করা ।’’
আরও পড়ুন : Vande Bharat Trains : আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন