নারায়ণপুর (ছত্তিশগড়), 5 নভেম্বর: 7 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ তার আগে মাওবাদী হামলার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে ছত্তিশগড়কে ৷ এরই মধ্যে শনিবার রাজ্যে রক্ত ঝরেছে । মাওবাদীদের হাতে নিহত হয়েছেন এক বিজেপি নেতা ৷ কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই মাওবাদী দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ৷ তবে তা সত্ত্বেও উদ্বেগ বাড়াচ্ছে 2 কোটি 3 লক্ষ 93 হাজার 160 জন ভোটারের নিরাপত্তার বিষয়টি ৷ যারা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ৷ মাওবাদীরা ভোটমুখী রাজ্যে বিশেষ করে এর পশ্চিমাঞ্চলে জনগণ এবং রাজনীতিবিদদের ভয় দেখাচ্ছে বলে খবর ।
মাওবাদীরা এর আগে নির্বাচন বয়কট করার জন্য স্থানীয়দের কাছে আবেদন শুধু নয় , 'জনতানা সরকার' কে শক্তিশালী করছে ৷ এটি একটি স্ব-শাসিত সমান্তরাল সরকার, যা মাওবাদীরা নির্দিষ্ট কিছু জায়গায় প্রতিষ্ঠা করেছে । ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রতন দুবে শনিবার মাওবাদীদের হাতে খুন হন ৷ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় তাঁকে হত্যা করা হয় ৷ কেন্দ্রের মাওবাদী দমন করার প্রচেষ্টার উপর এই ঘটনাটি একটি আঘাত বলে মনে করা হচ্ছে ৷ মাওবাদীকে দমন করার বিশাল পরিকল্পনা থাকা সত্ত্বেও কেন্দ্র যেভাবে দাবি করেছিল, তা করতে ব্যর্থ হয়েছে বলে রাজনৈতিকমহলের মত ৷