ওরাঙ্গল (তেলেঙ্গানা), 27 নভেম্বর: প্রতিবন্ধকতা কখনই ইচ্ছা শক্তির থেকে বড় হতে পারে না ৷ তাই কথায় বলে না 'ইচ্ছে থাকলেই উপায় হয়' ৷ তা আরও একবার যেন প্রমাণ করে দিলেন তেলেঙ্গানার এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি ৷
দু'চোখে পৃথিবীর আলো দেখতে না পেলেও সকলের জীবনে তাঁর কাজের মাধ্যমে তিনি প্রতিনিয়ত আলো ফুটিয়ে চলেছেন ৷ তাঁর নাম হল হাফিজ (Hafeez) ৷ ওরাঙ্গলের (Warangal) কাশিবুগ্গায় বাড়ি হাফিজের ৷ 2003 সালে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর বাঁ-চোখ নষ্ট হয়ে যায় । 2005 সালে দীপাবলিতে হাফিজের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে ৷ যার কারণে তিনি পথের দিশারী তাঁর ডান চোখটাকেও হারিয়ে ফেলেন ।
আর এরপরেই শুরু হয় হাফিজের জীবন যুদ্ধ ৷ কী ভাবছেন ? পথেঘাটে ভিক্ষা বা গান গেয়ে টাকা রোজগার করে দিনযাপন করছেন তিনি ৷ একেবারেই নয়, হাফিজ এখন একজন অটো মেকানিক (auto mechanic) ৷ দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও হাফিজ যে জ্ঞান অর্জন করেছিলেন তা দিয়েই গাড়ি সাড়ানোর কাজ করছেন । তিনি আগে অটোনগরে ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচিত ছিলেন ৷