কটক, 3 সেপ্টেম্বর: ওড়িশার কটকে পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর সরকারি বাসভবন থেকে (Special POCSO Court Judge Found Hanging) ৷ মৃত বিচারকের নাম সুবাস কুমার বিহারি (Subash Kumar Bihari) ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন কটক জোন-3 অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার তাপস চন্দ্র প্রধান ৷ তবে নেপথ্যে কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, 2 দিনের ছুটির পর শুক্রবার বিচারক সুবাস কুমার বিহারির কাজে ফেরার কথা ছিল ৷ কিন্তু, সকাল 10টা নাগাদ তাঁর স্টেনোগ্রাফার আরএন মহাপাত্রকে ফোন করে শুক্রবারও ছুটির আবেদন করে দিতে বলেন বিচারক ৷ এরপর তাঁর দেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসে । ঘটনায় সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে জানতে পেরেছে পুলিশ।