পুদুচেরি, 7 জুলাই:মশার আক্রমণ থেকে রেহাই পেতে অস্ত্র মশা ৷ তেমন মশার প্রজনন করেছে পুদুচেরির আইসিএমআর-ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার ৷ তারা একটি বিশেষ ধরনের স্ত্রী মশা তৈরি করেছে ৷ এই মশাগুলি পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে ৷ আর এই লার্ভাগুলি ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার ভাইরাস বহন করবে না (ICMR-VCRC develops special mosquitoes to control Dengue, Chikungunya) ৷
ভিসিআরসি বিগত চার বছর ধরে ওয়লবাচিয়া (Wolbachia Mosquitoes) মশাদের নিয়ে গবেষণা করছে ৷ এই প্রজেক্টটি রূপায়িত হতে একাধিক সরকারি মনোনয়নের মধ্যে দিয়ে যেতে হবে ৷
আইসিএমআর-ভিসিআরসি-র ডিরেক্টর ডাঃ অশ্বিনী কুমার সংবাদসংস্থাকে বলেন, "আমরা ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মশাদের ধ্বংস করতে অন্য ধরনের মশার উৎপাদন করেছি ৷ আমরা স্ত্রী মশা ছেড়ে দেব ৷ তারা পুরুষ মশার সঙ্গে মিলিত হয়ে লার্ভার জন্ম দেবে এবং তাতে কোনও ভাইরাস থাকবে না ৷ মশা এবং তাদের ডিম তৈরি আছে ৷ যে কোনও সময় তাদের ছেড়ে দেওয়া যায় ৷"