নয়াদিল্লি, 19 মার্চ:রাহুল গান্ধির বাড়িতে পৌঁছল পুলিশের একটি বিশেষ দল ৷ এর আগে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি সময়মতো উপস্থিত না-হওয়ায় রবিবার সকালে রাজধানীতে তাঁর বাড়ি গেলেন আইন ও শৃঙ্খলার স্পেশাল পুলিশ কমিশনার সাগর প্রীত হুডা নিজেই ৷ 12 নম্বর তুঘলক লেনের বাড়ি পুলিশে ছয়লাপ হয়ে যায় ৷ ভারত জোড়ো যাত্রায় জম্মু-কাশ্মীরে পৌঁছে রাহুলের ধর্ষণ সংক্রান্ত একটি মন্তব্য নিয়ে তাঁকে দিল্লি পুলিশ নোটিশ পাঠিয়েছিল (Delhi Police on Sunday reached the residence of Congress leader Rahul Gandhi) ৷ এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Congress leader Jairam Ramesh) ৷ তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে 45 দিন আগে ৷ এতদিন পর তারা জিজ্ঞাসা করতে যাচ্ছে কেন ? এতটাই দুশ্চিন্তা হলে ফেব্রুয়ারি মাসে রাহুলের সঙ্গে দেখা করলেন না কেন ? তাঁর আইনজীবীরা আইন অনুযায়ী এর উত্তর দেবে ৷"
পুলিশ আধিকারিক সাগর প্রীত হুডা রাহুলের সঙ্গে দেখা করে বের হলে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "রাহুল গান্ধির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ৷ তিনি কিছুটা সময় চেয়েছেন ৷ আমরা যে তথ্য চেয়েছি, তা দেবেন বলে জানিয়েছেন ৷ আমরা আজ তাঁকে একটি নোটিশ পাঠিয়েছি ৷ সেটি তাঁর অফিস গ্রহণ করেছে ৷ যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে তা করা হবে ৷"