নয়া দিল্লি, 22 অগস্ট : নিজেদের দেশে ফিরতে মরিয়া আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা ৷ আফগানিস্তান থেকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ সেল খোলা হয়েছিল ৷ সেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে 5 দিনে 2000টা ফোন এসেছে, জানাল বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) একটি সূত্র ৷
আফগানিস্তানে শাসনতন্ত্র ভেঙে পড়ার পরে সেখানে ভারতীয় দূতাবাস (Indian Embassy) থেকে রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি আধিকারিকদের ফিরিয়ে আনা হয়েছিল ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) সেখানে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য বিশেষ সেলের কথা জানিয়ে টুইট করেন ৷ দফায় দফায় ভারতীয় বায়ুসেনার বিমানে নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে ৷
আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ