পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Birla Lashed Out Rahul : লোকসভায় অধ্যক্ষের কাছে ধমক খেলেন রাহুল - Birla Lashed Out Rahul

বুধবার লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ দিতে জবাবি বক্তৃতা দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময় নিজের আচরণের জন্য স্পিকার ওম বিড়লার কাছে ধমক খেতে ওয়েনাড়ের সাংসদকে (Lok Sabha Speaker Om Birla schooled Congress MP Rahul Gandhi) ৷

Rahul Gandhi Om Birla
Birla Lashed Out Rahul : লোকসভায় অধ্যক্ষের কাছে ধমক খেলেন রাহুল

By

Published : Feb 3, 2022, 1:38 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপন করতে উঠে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ধমক খেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Lok Sabha Speaker Om Birla schooled Congress MP Rahul Gandhi) ৷ বুধবার অধিবেশন চলাকালীন ঘটনাটি ঘটে ৷ ফলে সংসদের নিম্নকক্ষের অন্দরে অন্য সাংসদদের সামনেই বিব্রত হতে হয় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে (Rahul Gandhi visibly embarrassed) ৷

গতকাল, বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে বক্তৃতা করেন রাহুল গান্ধি ৷ রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে সমালোচনা করেন ৷ এই পরিস্থিতিতে বারবার ট্রেজারি বেঞ্চ থেকে রাহুলকে বাধা দিতে দেখা যায় ৷ সেই নিয়ে বিবাদও হয় ৷

আরও পড়ুন :Rahul Criticizes Jammu Kashmir Decision : জম্মু ও কাশ্মীরের সিদ্ধান্তে পাকিস্তান ও চিনকে জোটবদ্ধ করেছে মোদিসরকার, আক্রমণ রাহুলের

তারই মধ্য়ে দলিতদের প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ানকে (BJP MP Kamlesh Paswan) উদ্দেশ্য করে কিছু বলেন রাহুল ৷ কমলেশ তার প্রতিবাদ করেন ৷ এই নিয়ে সংসদে হট্টগোল শুরু হয় ৷ সেই সময় রাহুল বলেন, ‘‘আমি একজন গণতান্ত্রিক ব্যক্তি এবং আমি ওঁকে কথা বলার অনুমতি দিচ্ছি ৷’’

এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাহুলকে থামান স্পিকার ওম বিড়লা ৷ তিনি বলেন, ‘‘অনুমতি দেওয়ার আপনি কে ? আপনি অনুমতি দিতে পারেন না ৷ এটা আমার অধিকার ৷’’ এখানে না থেমে ওম বিড়লা আরও বলেন, ‘‘অন্য কাউকে অনুমতি দেওয়ার অধিকার আপনার নেই ৷ শুধুমাত্র এই পদের সেই অধিকার রয়েছে ৷’’

আরও পড়ুন :Rahul Gandhi slams Centre : দেশে ধনী-দরিদ্রের ফারাক বাড়ছে ক্রমশ বাড়ছে : রাহুল

এই নিয়ে স্বাভাবিকভাবেই ট্রেজারি বেঞ্চ থেকে হাসাহাসি শুরু হয় ৷ পরে রাহুলের বক্তৃতার এই অংশটুকু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও শুরু হয় ৷ যদিও রাহুল এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে বলতে চাইছিলেন, বিজেপি দলিতদের কথা ভাবে না ৷ বিজেপিতে দলিত নেতারাও বিষয়টি জানেন ৷ কিন্তু বলতে দ্বিধাবোধ করেন ৷ অথচ তাঁর সেই সমালোচনা ধামাচাপা পড়ে গেল ৷ কারণ, বিষয়টিকে এমন একটি দিকে তিনি নিয়ে গেলেন, যেখানে নিজেই অস্বস্তিতে পড়লেন ৷

অন্যদিকে কমল পাসোয়ান পালটা রাহুল গান্ধির সমালোচনা করেছেন ৷ তিনি বলেন, ‘‘রাহুল গান্ধি বলছেন যে আমি ভুল দলে আছি ৷ আমি তাঁকে বলতে চাই যে আমি তাঁর পরে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি বংশগাঁও-এর বিধায়ক হিসেবে ৷ সেটা হয়েছে আমার দলের জন্য ৷ আমার দল আমাকে তিনবার সাংসদ হওয়ার সুযোগ দিয়েছে ৷ আমি আর কী চাই ?’’

আরও পড়ুন :Jaishankar slams Rahul : চিন-পাকিস্তান নিয়ে মন্তব্যে রাহুলকে তোপ জয়শংকরের, ক্ষমা দাবি রিজিজুর

ABOUT THE AUTHOR

...view details