পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Gang Rape: ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্পা-এর ম্যানেজার ও গ্রাহক - Rape

ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ (Gang Rape in Delhi) ৷ দিল্লির পীতমপুরা এলাকার একটি স্পা-এ ঘটনাটি ঘটে ৷ পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷ এই দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে সেখানকার মহিলা কমিশন (Delhi Commission for Women) ৷

spa-owner-and-customer-gang-raped-girl-after-consuming-intoxicants-in-delhi
Delhi Gang Rape: ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্পা-এর ম্যানেজার ও গ্রাহক

By

Published : Aug 6, 2022, 5:52 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট : ফের দিল্লিতে গণধর্ষণের (Gang Rape in Delhi) অভিযোগ উঠল ৷ দিল্লির পীতমপুরা এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ বছর 22-এর ওই নির্যাতিতা পীতামপুরা এলাকার একটি স্পা-তে ম্যাসাজের কাজ করতেন ৷ তাঁর অভিযোগ, সেখানে মালিক ও গ্রাহকরা লাগাতার তাঁকে ধর্ষণ করত ৷ এর জন্য তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হতো ৷

এই বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ টুইট করেছেন স্বয়ং দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ তাঁর অভিযোগ, স্পা-এর আড়ালে যৌন ব্যবসা (Sex Racket) চালানোর কাজ চলছে ৷ তার পরই পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ৷ গ্রেফতার করা হয়েছে ওই স্পা-এর ম্যানেজার রাহুল ও এক গ্রাহক সুশীল কুমারকে ৷

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের টুইট

এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ দিল্লির মৌর্য এনক্লেভ থানায় ধর্ষণের (Rape) অভিযোগ আসে ৷ তার পর সংশ্লিষ্ট স্পা-এ তল্লাশি চালায় পুলিশ ৷ উদ্ধার করা হয় ওই যুবতীকে ৷ শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ ইতিমধ্যে মহিলা কমিশনের দলও সেখানে যায় ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে মহিলাদের ম্যাসাজ করতে হবে বলে প্রথমে মেয়েটিকে জানানো হয়েছিল ৷ কিন্তু কাজের আগে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হত ৷ তার পর তাঁকে গ্রাহকরা ধর্ষণ করত ৷ যে কাজে ওই স্পা-এর মালিকও জড়িত ছিল ৷

দিল্লির মহিলা কমিশনের নোটিশ পুলিশকে

এই নিয়ে দিল্লি পুলিশকে (Delhi Police) নোটিশ পাঠিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ তিনি দিল্লি পুলিশের কাছ থেকে একাধিক প্রশ্নের জবাব চেয়েছেন ৷

আরও পড়ুন :দিল্লিতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী

ABOUT THE AUTHOR

...view details