পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SP MLA Thrashes: বিজেপি প্রার্থীর স্বামীকে পেটালেন সপা বিধায়ক, দেখুন ভিডিয়ো - আমেঠি বিধায়ক

থানা চত্বরে পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর স্বামীকে পেটালেন সপা বিধায়ক রাকেশ সিং ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 10, 2023, 7:42 PM IST

Updated : May 11, 2023, 1:06 AM IST

ভাইরাল ভিডিয়ো

আমেঠি, 10 মে:একদিন পরেই উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার পৌরভোট ৷ তার আগে, বুধবার সমাজবাদি পার্টির এক বিধায়ক ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠল এক বিজেপি প্রার্থীর স্বামীকে থানা চত্বরের মধ্যেই পেটানোর ৷ ঘটনা আমেঠির ৷ অভিযুক্ত সপা বিধায়কের নাম রাকেশ সিং ৷ তিনি গৌরিগঞ্জ এলাকার বিধায়ক ৷

আমেঠির পৌরভোটে নগরপালিকা চেয়ারম্যান পদে লড়ছেন বিজেপি প্রার্থী রেশমি সিং ৷ অভিযোগ, এদিন থানা চত্বরের মধ্যেই এই বিজেপি প্রার্থীর স্বামী দীপক সিংকে পেটায় ওই বিধায়ক ও তাঁর সঙ্গীরা ৷ চড়ও মারা হয় ওই ব্যক্তিকে ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে পুলিশের সামনেই দীপকের উপর চড়াও হন ওই বিধায়ক ৷ পরে অবশ্য পুলিশ দু'পক্ষকে আলাদা করে দেয় ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এলামারণ জানিয়েছেন, এদিন যখন দু'পক্ষ মুখোমুখি হয় তখন হঠাৎই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ এই ঘটনা প্রসঙ্গে ওই সপা বিধায়ক রাকেশ সিংয়ের পালটা দাবি, বিজেপি সমর্থকরা তাঁর সমর্থকদের মারধর করেছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ এফআইআরও নিতে চায়নি পুলিশ ৷ বিজেপি প্রার্থীর স্বামী সপা কর্মীদের খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ বিধায়কের ৷ বিধায়কের দাবি তাঁকে খুনের হুমকিদেওয়া হয়েছে, চক্রান্ত চলছে৷ তিনি পুলিশের শীর্ষ কর্তাদের বিষয়টি জানিয়েছেন ৷

আরও পড়ুন: স্বাভাবিকের পথে মণিপুর, চলছে সেনার টহল

নিগৃহীত ওই বিজেপি প্রার্থীর স্বামী দীপক সিংয়ের পালটা দাবি, সপা কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ৷ তার উপর হামলা চালানো হয়, তাই তিনি বাধ্য হন পুলিশ স্টেশনে আশ্রয় নিতে ৷ অভিযুক্ত সমাজবাদী পার্টির বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আমেঠির সাংসদ স্মৃতি ইরানির কাছে আবেদন জানিয়েছেন ৷

Last Updated : May 11, 2023, 1:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details