লখনউ, 23 অক্টোবর:সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদবকে 'ভবিষ্যত প্রধানমন্ত্রী' হিসাবে চিহ্নিত করে পোস্টার দেওয়ায় তীব্র আক্রমণ করেছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের মন্ত্রী এবং বিজেপি নেতা ড্যানিশ আজাদ আনসারি রবিবার চরম কটাক্ষ করে জানান, সমাজবাদী দল দিবাস্বপ্ন দেখছিল কিন্তু জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই আস্থা রেখেছে।
'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি ৷ বিরোধী জোটের তরফে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই জোটের বিভিন্ন দল নিজেদের মতো করে প্রধানমন্ত্রী চেহারার ইঙ্গিত দিতে শুরু করেছে ৷ তেমনই সমাজবাদী পার্টির তরফেও পোস্টার দেওয়া হয়েছিল অখিলেশ যাদবই প্রধানমন্ত্রী মুখ ৷ য৷র পালটা এদিন আনসারি বলেন, "একটি প্রচলিত প্রবাদ আছে, 'মুঙ্গেরি লাল কে হাসিন স্বপ্নে'। কেউ কাউকে দিবাস্বপ্ন দেখা থেকে আটকাতে পারে না। কিন্তু একজনের নিজের সামর্থ্য অনুযায়ী স্বপ্ন দেখা উচিত। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ৷" এরই সঙ্গে জোর দিয়ে আনসারি বলেন, "দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বাস করে এবং দেশ অবশ্যই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ৷"