পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 মিনিটে 2 কোটির জমি 18.5 কোটি ! দুর্নীতির অভিযোগ রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে - অনিল মিশ্র

রাম মন্দির তৈরির জন্য় 70 একর জমি দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তার পরও রাম জন্মভূমির কাছেই জমি কেনা হয় এ বছরের মার্চ মাসে ৷ সেই জমি কেনা নিয়ে প্রতারণার অভিযোগ তুললেন বিরোধী এসপি নেতা পবন পাণ্ডে, আপ নেতা সঞ্জয় সিং ৷ ট্রাস্ট কর্তৃপক্ষ কিন্তু নীরব ৷

রাম মন্দিরের নকশা
রাম মন্দিরের নকশা

By

Published : Jun 14, 2021, 8:50 AM IST

লখনৌ, 14 জুন : বেআইনিভাবে জমি কেনার অভিযোগ উঠল রামমন্দির ট্রাস্টের বিরুদ্ধে ৷ গতকাল অযোধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে সমাজবাদী পার্টির (SP) প্রাক্তন বিধায়ক পবন পাণ্ডে জানান রাম জন্মভূমির জন্য 2 কোটি দামের জমি কেনা হয়েছে 18.5 কোটি টাকায় ৷ তাঁর অভিযোগ, এই প্রতারণায় যুক্ত রয়েছেন বিজেপি নেতারা আর ট্রাস্টেরই কিছু সদস্য ৷ বিরোধী আম আদমি পার্টি (AAP)-র সাংসদ সঞ্জয় সিংও অবৈধ জমি কেনা বিষয়ে কিছু কাগজপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷

সুপ্রিম কোর্টের আদেশে 2020-র ফেব্রুয়ারিতে রামমন্দির তৈরির কাজ দেখাশোনার জন্য "শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট" তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই আদেশে মন্দিরের জন্য 70 একর জমি দেওয়া হয়েছিল ৷ আর এই ট্রাস্টের 15 জন সদস্যের মধ্যে 12 জনকে কেন্দ্রীয় সরকার নির্বাচিত করেছিল ৷ মার্চ মাসে রামজন্মভূমির জমির কাছেই আরও একটি জমি কেনা হয় ৷

আরও পড়ুন: আবারও ফোনে আড়ি পাতার অভিযোগ, ফাটল রাজস্থান কংগ্রেসে

এ দিন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে প্রশ্ন সাংবাদিকদের বলেন, "এ বছরের 18 মার্চ রবি মোহন তিওয়ারি আর সুলতান আনসারি ঠিক 7 টা 10 মিনিটে 2 কোটি টাকায় একটি জমি কেনেন । 7.15 মিনিটে ওই জমির দাম বেড়ে দাঁড়ায় 18.5 কোটি । মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে রাম জন্মভূমি ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাইয়ের কাছে বেচে দেন 18.5 কোটি টাকায় ৷ একই জমি কেনা আর বিক্রি করার দু'টি স্ট্যাম্প ডিউটি পেপারেই "সাক্ষী" (witnesses) ট্রাস্টের সদস্য অনিল মিশ্র, অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় ৷" তাঁর অভিযোগ এর মানে 16.5 কোটি টাকা লুঠ করা হয়েছে ৷

আপ-নেতা সঞ্জয় সিংও সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, "2 কোটির জমি 18.5 কোটিতে বিক্রি করেছে রাম জন্মভূমি ট্রাস্টের কাছে ৷ 18.5 কোটির মধ্যে 17 কোটি আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ প্রতি সেকেন্ডে জমির দাম বেড়েছে 5.50 লাখ টাকা ৷ এত তাড়াতাড়ি জমির দাম বাড়তে পারে এমন কোনও জায়গা আছে দুনিয়ায় ? তবে এটা ভগবান রামের জন্মভূমিতেই হল ৷"

এই ট্রাস্টে কোটি কোটি ভক্ত মন্দির তৈরির জন্য টাকা দিয়েছে । যদি তাদের অর্থ নিয়ে এভাবে দুর্নীতি করা হয়, তাহলে বলা যায় 120 কোটি মানুষকে অপমান করা হয়েছে । তাই উত্তরপ্রদেশের বিরোধী দুই নেতা প্রধানমন্ত্রীর কাছে সিবিআই ও ইডি-র তদন্তের আবেদন জানিয়েছেন ৷ তবে, অভিযুক্ত ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই পুরো বিষয়টি খতিয়ে দেখে মন্তব্য করবেন বলে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details