নয়াদিল্লি, 16 মে : নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সোমবার দিল্লির মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সৌজন্যে এদিনই বর্ষা প্রবেশ করেছে আন্দামান-নিকোবরে ৷ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশেও সক্রিয় রয়েছে বর্ষা ৷ হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল এবছর সময়ের আগেই বর্ষা আসবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী 15 মে দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছনোর কথা ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ৷ কিন্তু আন্দামানে বর্ষা এল তার একদিন পরে ৷ অন্যান্য বছর সাধারণত 22 মে বর্ষা প্রবেশ করে এখানে (Monsoon in Andaman and Nicobar) ৷
আরও পড়ুন : সন্ধ্যায় বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সময়ের আগেই কি বঙ্গে বর্ষা ?