মেহসানা (গুজরাত), 25 ডিসেম্বর: প্যারাগ্লাইডিং করার সময় 50 ফুট উচু থেকে মাটিতে পড়ে মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ার এক পর্যটকের ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) মেহসানা জেলায় কাদি শহরের কাছে বিসাতপুরা গ্রামের একটি স্কুল মাঠে ৷ শনিবার বিকেল সাড়ে 5টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে (Paragliding Accident) ।
মৃত ব্যক্তির নাম শিন বায়ং মুন ৷ বসস 50 বছর ৷ কাদি থানার পরিদর্শক নিকুঞ্জ প্যাটেল জানান, মৃত প্যারাগ্লাইডারের ছাউনিটি সঠিকভাবে খুলতে পারেননি ৷ যার জেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন ৷ এরপরেই নীচে পরে তিনি মারা গিয়েছেন ৷ প্রায় 50 ফুট উচ্চতা থেকে তিনি পড়ে গিয়েছিলেন। কার্যত অচৈতন্য অবস্থায় কোরিয়ান পর্যটককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানান, অনেক উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণে কোরিয়ান ব্যক্তিটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় (South Korean man dies in paragliding accident) ৷
জানা গিয়েছে, শিন ভাদোদরায় বেড়াতে গিয়েছিলেন । তাঁর এক পরিচিত কাদি শহরের কাছে ভিসাতপুরা গ্রামে প্যারাগ্লাইডিংয়ে কাজ করত ৷ শিন ও তাঁর কোরিয়ান বন্ধু সেই পরিচিত ব্যক্তির সঙ্গে সেখানে দেখা করতে গিয়ে ছিলেন । তারপর তাঁরা সন্ধ্যায় প্যারাগ্লাইডিং করার জন্য ওঠেন । এরপর নামার সময় শামিয়ানাটি সঠিকভাবে খুলতে না পারায় শিন প্রায় 50 ফুট উচ্চতা থেকে নীচে পড়ে যান ৷
কাদি থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ ভাদোদরায় নিহতের আত্মীয়, বন্ধুদের এবং কোরিয়ান দূতাবাসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে ৷ ওই ব্যক্তির দেহ তাঁর নিজের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর ।