পানাজি, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র উদযাপন ঘিরে বিতর্ক গোয়ায় ৷ সরকারি চাকুরেদের জন্য জারি হওয়া এক নির্দেশ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ দক্ষিণ জেলার কালেক্টরের (South District Collector) নির্দেশ ভাইরাল হতে তীব্র সমালোচনার মুখে গোয়া সরকার ৷ কালেক্টর নাকি স্থায়ী সরকারি চাকুরেদের জানিয়েছেন, আসন্ন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে ৷ তার জন্য প্রত্যেক সরকারি কর্মীকে 1 হাজার টাকা করে দিতে হবে (Goa South District Collector orders permanent staff to contribute Rs 1,000 celebration of the Republic Day programme) ৷
দক্ষিণ গোয়ার কালেক্টর একটি নির্দেশে জানিয়েছেন, "26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে মাতানহি সালদানহা অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সের (Matanhy Saldanha Administrative Complex ground) মাঠে দক্ষিণ গোয়া কালেক্টরেট একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ এই অনুষ্ঠানকে সফল করতে প্রত্যেক স্থায়ী কর্মচারী এবং আধিকারিককে 1 হাজার টাকা করে দিতে হবে ৷"
স্বভাবত, এমন বিজ্ঞপ্তিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিরোধী শিবিরের তোপের মুখে পড়েছে গোয়ার প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) সরকার ৷ গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিজয়ী সরদেশাই (Goa Forward Party MLA Vijai Sardesai) এই বিজ্ঞপ্তি নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন । তাঁর প্রশ্ন, "এটা অনুদান নাকি তোলাবাজি ?"