পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন আক্রান্তের হদিশ মিলল উত্তরপ্রদেশে - covid strain

চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন । উত্তরপ্রদেশে এক মহিলার নমুনা পরীক্ষায় মিলল সেই জীবাণু ।

দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন আক্রান্তের হদিশ মিলল উত্তরপ্রদেশে
দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেন আক্রান্তের হদিশ মিলল উত্তরপ্রদেশে

By

Published : Mar 27, 2021, 2:32 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ) , 27 মার্চ :উত্তরপ্রদেশে মিলল দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস স্ট্রেন । আক্রান্ত হলেন মথুরার পঞ্চাশ বছর বয়সী এক মহিলা ।

শুক্রবার একটি সরকারি বিবৃতিতে জানানো হয়, মথুরা জেলার অন্তর্গত বরসোনা শহরের বাসিন্দা হীরাদেবী নামে এক মহিলা করোনা আক্রান্ত । দীনদয়াল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে 3 মার্চ করোনা পরীক্ষার পর রিপোর্টে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস স্ট্রেনে আক্রান্ত তিনি ।

আক্রান্ত মহিলার গ্রামে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

আরও পড়ুন :কোভিড আক্রান্ত সচিন

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর , শনিবার সকাল পর্যন্ত শেষ 24 ঘন্টায় উত্তরপ্রদেশে নতুন করে 661 জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে । মোট 5 হাজার 49 টা সক্রিয় ঘটনা রয়েছে । এখনও পর্যন্ত 4 জন সহ মোট 8 হাজার 773 জনের মৃত্যু হয়েছে ।

সারা দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে 5 লক্ষ 96 হাজার 451 জন সুস্থ হয়েছেন । 16 জানুয়ারি থেকে দেশে স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রথম দফার করোনা টীকাকরণ শুরু করা হয় । দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয় 1 মার্চ । যেখানে প্রশাসনিক কর্মীদের মধ্যে 60 বছর বয়সী ও 45 থেকে 59 বছর বয়সী যাদের কোমর্বিডিটি আছে তাদের টিকাকরণ শুরু হয়েছে ।

1 এপ্রিল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 45 বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details