পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID Variant Omicron: মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, বিদেশফেরত ব্যক্তি করোনা পজিটিভ, নিভৃতবাসে রেখে চলছে পরীক্ষা

দক্ষিণ আফ্রিকা ফেরত এক যুবকের দেহে করোনা সংক্রমণ । তাতে করোনার নয়া রূপ ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক দানা বাঁধছে মহারাষ্ট্রেও ।

south-africa-returned-maharashtra-patient-in-isolation-sample-sent-for-genome-sequencing for COVID Variant Omicron
বিদেশফেরতকে নিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক ।

By

Published : Nov 29, 2021, 9:46 PM IST

মুম্বই, 29 নভেম্বর: করোনার নয়া রূপ ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক দানা বাঁধছে মহারাষ্ট্রেও । দক্ষিণ আফ্রিকা ফেরত এক যুবকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে সেখানে । তিনি ওমিক্রনে আক্রান্ত কি না দেখতে, জিনোম সিকোয়েন্সিং-এ (Genome Sequencing of Omicron) পাঠানো হয়েছে তাঁর জৈব নমুনা । আপাতত সরকারি কেন্দ্রে নিভৃতবাসে রাখা হয়েছে ওই যুবককে । কিন্তু ওমিক্রনের ভরকেন্দ্র দক্ষিণ আফ্রিকা (Omicron in South Africa) থেকে ফেরা ওই যুবকের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে ।

দক্ষিণ আফ্রিকা ফেরত ওই যুবকের বয়স 32 বছর । মার্চেন্ট নেভিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তিনি । গত 24 নভেম্বর দেশে দক্ষিণ আফ্রিকা, দুবাই এবং দিল্লি হয়ে থানে ফেরেন । পরে পরীক্ষা করাতে গেলে দেখা যায় কোভিড পজিটিভ তিনি । ওই যুবেকর কোনও উপসর্গ ছিল না । তাই ডাক্তারের পরামর্শ মেনে নিজের মতো ওষুধ খাচ্ছিলেন । এর পর তাঁর পরিবারের 8 সদস্য করোনা পরীক্ষা করাতে যান । তাঁদের সকলের রিপোর্ট যদিও নেগেটিভ আসে । কিন্তু কথায় কথায় দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দাদার কথা জানান ওই যুবকের ভাই । তাতেই নড়েচড়ে বসে প্রশাসন ।

আরও পড়ুন:India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই সম্পর্কে তথ্য জোগাড় করছে প্রশাসন । কল্যাণ দোম্বিভলি পৌরনিগমের (কেএমডিসি) মহামারী নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক প্রতিভা পানপাটিল জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং-এর জন্য নমুনা পাঠানো হয়েছে । সাত দিনের মধ্যে ফলাফল হাতে এসে যাবে ।

ওই যুবক দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন বলে জানা গেলেও, সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন, নাকি দেশে পা রাখার পর, তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও পর্যন্ত । প্রতিভাদেবী জানিয়েছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই যুবককে । বিদেশফেরতদের কড়া বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে । তাই তবে কল্যাণ-দোম্বিভলির স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক না ছড়ানোর আর্জি জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন:COVID Omicron Variant : চোখ রাঙাচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details