জোহানেসবার্গ/নয়াদিল্লি, 27 জানুয়ারি: আফ্রিকান দেশ থেকে এক ডজন চিতা ভারতে আনার জন্য মউ চুক্তি স্বাক্ষর (MoU Signed to Translocate Cheetahs) করল ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই (Kuno National Park) তাদের আগমন ঘটবে ৷ এই ধরনের আটটি চিতাকে আগেই নামিবিয়া থেকে সেখানে আনা হয়েছিল ৷
চিতা শেষ ভারতে দেখা যায় 1948 সালে: বিশ্বের 7,000 চিতার বেশিরভাগই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং বতসোয়ানায় বাস করে । নামিবিয়াতে চিতার সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি । চিতাই একমাত্র বড় মাংসাশী যা ভারত থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মূলত অতিরিক্ত শিকার এবং আবাসস্থলের ক্ষতির কারণে । 1948 সালে ছত্তীসগড়ের কোরিয়া জেলার শাল বনে শেষ দেখা যাওয়া চিতার মৃত্যু হয় ৷
ফেব্রুয়ারিতে কুনোয় আসছে আরও 12 চিতা:দুই দেশের মধ্যে মউ চুক্তিতে বলা হয়েছে, 12টি চিতাকে প্রাথমিক ব্যাচে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে উড়িয়ে আনার কথা রয়েছে । 2022 সালে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতার সঙ্গে থাকবে সেই চিতাগুলি ৷ ভারতের পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "ফেব্রুয়ারিতে 12টি চিতা আমদানির পর আগামী আট থেকে 10 বছর ধরে বার্ষিক আরও 12টি করে চিতা স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে ৷ মউ চুক্তির শর্তাবলী প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনা করা হবে যাতে এটি প্রাসঙ্গিক থাকে ৷"