নয়াদিল্লি, 5 এপ্রিল :রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রাজপথের (Historical Rajpath) নাম এবার বদলে যেতে পারে ৷ নতুন নাম হতে পারে কর্তব্যপথ (Kartavyapath) ৷ এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সরকারি সূত্র থেকে এমনটাই খবর পাওয়া গিয়েছে ৷
ওই সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী 7 সেপ্টেম্বর একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (New Delhi Municipal Council) বা এনডিএমসি (NDMC)-র তরফে ৷ সেখানেই এই নিয়ে কাউন্সিলের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে ৷ শুধু রাজপথ নয়, একই সঙ্গে সেন্ট্রাল ভিস্তা লনের নামও বদল করা হবে ৷ সবটাই একই সঙ্গে কর্তব্যপথ করা হবে ৷