নয়াদিল্লি, 18 মে:কর্ণাটকেরমুখ্যমন্ত্রী কে ? দেশের রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ কংগ্রেসের বিপুল জয়ের পর চারদিন কেটে গিয়েছে ৷ তবু মুখ্যমন্ত্রীর নাম সামনে আসেনি ৷ তবে এবার বোধহয় সমাধান সূত্র মিলেছে ৷ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে নিয়ে বৈঠক হয়েছে ৷ তাতে শেষমেশ ডিকে শিবকুমারকে রাজি করানো গিয়েছে ৷ প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ আর কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি শিবকুমার, উপ-মুখ্যমন্ত্রী ৷
20 মে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলেও জানা গিয়েছে ৷ আজ সন্ধ্যা 7টায় বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ৷ হয়ত তারপরই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করবে কর্ণাটক কংগ্রেস ৷ 13 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে কংগ্রেস 135টি আসনে জয়ী হয় ৷ শোনা গিয়েছিল 18 মে, বৃহস্পতিবার রাজ্যে সরকার গড়বে কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ৷ তা আর হয়ে ওঠেনি ৷ সিদ্ধারামাইয়া না শিবকুমার- এ নিয়ে দলের অন্দরের মতানৈক্য চলতে থাকে ৷
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করার দায় বর্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপর ৷ এরপর রাহুল গান্ধি-সহ দলের অন্য শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাছাই হবে ৷ সেই অনুযায়ী কর্ণাটকের বিধায়করা তাঁদের পছন্দের প্রার্থীর জন্য গোপন ব্যালটে ভোট দেন ৷ ফলাফল অবশ্য সামনে আসেনি ৷ বলা ভালো, এই ভোটের ফলাফলের কোনও প্রভাব মুখ্যমন্ত্রী নির্বাচনে পড়েনি ৷