নয়াদিল্লি, 10 জানুয়ারি : পূর্ব লাদাখের যে অংশগুলি নিয়ে এখনও চিনের সঙ্গে বিবাদ রয়েছে, তা নিয়ে আলোচনায় ইতিবাচক ফল মিলবে ৷ এমনটাই মনে করে ভারত ৷ নয়াদিল্লির একটি সূত্র সোমবার এমনই দাবি করেছে (sources claims that india looking forward to constructive dialogue on military talks with china) ৷
ভারতের এই মনোভাব বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ, আগামী বুধবার 12 জানুয়ারি ফের আলোচনার টেবিলে বসতে চলেছে ভারত ও চিন (India-China Dialouge) ৷ গত 20 মাস ধরে দুই দেশের সেনা পর্যায়ের যে বৈঠক চলছে, তার চতুর্দশ রাউন্ডের বৈঠক হবে আগামী বুধবার (India-China Military Talks) ৷ ওই দিন সকাল সাড়ে 9টায় বৈঠক শুরু ৷ এবারের বৈঠক হচ্ছে ভারত ও চিনের সিনিয়র হায়েস্ট মিলিটারি কমান্ডার লেভেলে (Senior Highest Military Commander Level Talks) ৷
ওই সূত্রের দাবি, এবার আলোচনার মূল লক্ষ্য থাকবে হট স্প্রিং এরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে ৷ ভারতের তরফে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হবে ৷ এছাড়া ডেসপাং বুলজ ও ডেমচক নিয়েও আলোচনা হবে ৷ ভারতের আশা সেই আলোচনায় ইতিবাচক ফলই বের হবে ৷
আরও পড়ুন :India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর
এর আগে গত বছরের 10 অক্টোবর ভারত-চিন সেনা পর্যায়ের ত্রয়োদশতম বৈঠকটি হয় ৷ কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি ৷ ভারতীয় সেনার দাবি, তাদের তরফে যে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলি মানতে অস্বীকার করে চিন ৷ এছাড়া আগামিদিনে সমস্যা সমাধানে কোনও প্রস্তাবও দেয়নি চিন ৷