নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আগামী মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election) ৷ কিন্তু কে হবেন কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি, তা বিস্তর আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ সেই জল্পনা সোমবার অনেকটাই বাড়িয়ে দিল শশী থারুর (Sashi Tharoor) ও সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বৈঠক ৷
কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরকে সভাপতি পদে লড়াই করার জন্য অনুমতি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তার কারণ, বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে মনে করেন সোনিয়া ৷
সোমবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে যান শশী থারুর ৷ সেখানেই তিনি বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর সঙ্গে ৷ সেখানেই এই বিষয়টি ঠিক হয় বলে খবর ৷
যদিও এই নিয়ে কংগ্রেসের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে এদিনই জানা গিয়েছে যে গুজরাত, তামিলনাড়ু-সহ ছ’টি রাজ্য়ের প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ফের সভাপতি চেয়ে প্রস্তাব পাস করেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সোনিয়া যদি শশীকে এই নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন দিলেন ?