নয়াদিল্লি, 23 নভেম্বর : ফের কংগ্রেসে ভাঙন ধরাতে চলেছে তৃণমূল ৷ কীর্তি আজাদের তৃণমূলে যোগ দেওয়ার খবর আগেই পাওয়া গিয়েছে (Kirti Azad to join TMC) ৷ এবার জানা যাচ্ছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারও (Former Congress MP Ashok Tanwar) যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷ অন্তত সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনটাই জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Kirti Azad to join TMC : তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ
কে অশোক তানওয়ার ?
হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ছিলেন অশোক তানওয়ার ৷ তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সিরসার সাংসদ ছিলেন ৷ যুব কংগ্রেস ও এনএসইউআই-এর সভাপতি পদেও ছিলেন তিনি ৷ যুব কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি ৷ রাজনীতির বাইরে তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শঙ্করদয়াল শর্মার নাতজামাই ৷
রাজনীতিতে তাঁর গুরুত্ব
অশোক তানওয়ার কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ৷ 2014 সালে তাঁকে হরিয়ানার রাজনীতির সামনের সারিতে নিয়ে চলে আসেন রাহুল গান্ধি ৷ মূলত, দলিতদের মন জয় করতেই তাঁকে সামনের সারিতে নিয়ে আসা হয় ৷ কিন্তু 2019 সালে লোকসভায় লড়ার টিকিট না পেয়ে তাঁর সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয় ৷