মুম্বই, 30 জুন: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) কি এ বার ক্লাইম্য়াক্সের পথে ? বিজেপি সূত্রে অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সেই সূত্রের দাবি, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের 20তম মুখ্যমন্ত্রী (Next Chief Minister of Maharashtra) হিসাবে ক্ষমতায় ফিরছেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি ৷ তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা তথা বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ বৃহস্পতিবারই গোয়া থেকে মুম্বই ফিরেছেন তিনি ৷ এ দিনই রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর ৷ উল্লেখ্য, গেরুয়া শিবিরের এই তৎপরতা শুরু হওয়ার আগে বুধবারই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র পেশ করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷
বৃহস্পতিবার দুপুর 12টা 20 মিনিটে বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন একনাথ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর তরফে থাকা বাকি বিদ্রোহী বিধায়করা গোয়ার রিসর্টেই রয়েছেন ৷ উল্লেখ্য, বুধবার রাতেই তাঁরা ওই রিসর্টে এসে ওঠেন ৷