নয়াদিল্লি, 25 নভেম্বর: শনিবার সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যায় চার দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল্লি আদালত ৷ একইসঙ্গে, আরও এক দোষীকে তিন বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷
শাস্তির মানদণ্ড নির্ধারণ করে আদালত জানিয়েছে, অপরাধটি বিরলের মধ্যে বিরলতম মামলার মধ্যে পড়ে না। আর সে কারণেই দোষীদের মৃত্যুদণ্ডের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ ঘটনায় চার মূল দোষী রবি কাপুর, অমিত শুক্লা, বলজিৎ মালিক এবং অজয় কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আরও এক দোষী অজয় শেঠীকে তিন বছরের জন্য সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷
সৌম্যা বিশ্বনাথন একটি ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন ৷ গত 30 সেপ্টেম্বর 2008 দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে। পুলিশের দাবি ছিল, মূলত ডাকাতির উদ্দেশ্যই এই খুন হয়েছে। এরপর চলতি বছর 18 অক্টোবর আদালত রবি কাপুর, অমিত শুক্লা, বালজিৎ মালিক এবং অজয় কুমারকে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 (খুন) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারার অধীনে সংগঠিত অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয় ৷