চেন্নাই, 8 জানুয়ারি : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তার পরই দেশবাসীর কাছে পৌঁছে যাবে কোভিড-19 এর ভ্যাকসিন। শুক্রবার এই কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন তিনি হাজির হয়েছিলেন তামিলনাড়ুর চেন্নাইয়ে। সেখানে সরকারি হাসপাতালে কোরোনার ভ্যাকসিন দেওয়ার ড্রাই রান চলছে। সেটাই খতিয়ে দেখতে এদিন ওই হাসপাতালে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় পরিস্থিতি। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর ভ্যাকসিন নিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "কম সময়ে ভ্যাকসিন তৈরিতে ভারত খুব ভালো কাজ করেছে। আর কিছুদিনের মধ্যে আমরা সেই ভ্যাকসিন দেশবাসীকে দিতে পারব। এটা আমাদের স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হবে। তার পর দেওয়া হবে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের।"
আজ, শুক্রবার দেশের 736 টি জেলায় ড্রাই রান চলছে। সেই প্রক্রিয়া খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে চেন্নাইয়ের সরকারি হাসপাতালে যান। তার পর সেখান থেকে আরও কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে তাঁর যাওয়ার কথা। সেখানে তিনি জানান যে ড্রাই রানের মাধ্যমে কয়েক লাখ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি শিখে নিয়েছেন । আগামীদিনে আরও অনেকে প্রশিক্ষিত হবেন।
আরও পড়ুন:একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল 2 হাজারের বেশি
ভ্যাকসিন সম্বন্ধে সমস্ত তথ্য জাতীয় স্তর থেকে একেবারে নিচুতলা পর্যন্ত সকলকে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছিলেন যে ভ্যাকসিন নিয়ে গুজব আটকাতে হবে। ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষার বিষয়টি প্রচার করতে হবে বলেও তিনি নির্দেশ দেন।