মোগা (পঞ্জাব), 10 জানুয়ারি : রাজনীতির ময়দানে নেমে পড়লেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ ৷ সোমবার তিনি যোগ দিলেন কংগ্রেসে (sonu sood sister malvika sood joins congress ahead of punjab assembly election) ৷ এদিন পঞ্জাবের মোগায় কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধু ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির উপস্থিতিতে তিনি হাত শিবিরে যোগদান করেন ৷
তাঁকে দলে নিয়ে উচ্ছ্বসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM Charanjit Singh Channi welcomes Malvika Sood in Congress) ৷ তিনি বলেন, ‘‘এক ভাল পরিবারের সদস্য আমাদের দলে আসা সত্যিই সৌভাগ্যের বিষয় ৷’’ অন্যদিকে নভজ্যোত সিং সিধু বলেন, ‘‘সারা বিশ্বে মানবিকতার নজির গড়েছেন সোনু সুদ ৷ আজ তাঁর পরিবারের সদস্য আমাদের সঙ্গে যুক্ত হলেন ৷ তিনি একজন শিক্ষিত মহিলা ৷’’
শনিবার উত্তর প্রদেশ-সহ চার রাজ্যের সঙ্গেই পঞ্জাবের বিধানসভা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ পঞ্জাবে এক দফাতেই ভোট হবে ৷ ভোটগ্রহণ আগামী 14 ফেব্রুয়ারি ৷ ভোট গণনা মার্চের 10 তারিখ ৷
তার আগে সোনু সুদের বোনের কংগ্রেসে যোগদান পঞ্জাবের রাজনীতিতে গেম চেঞ্জার হবে বলে মনে করেন সিধু (Punjab Congress Chief Navjot Singh Sidhu welcomes Malvika Sood in Congress) ৷ অন্যদিকে মালবিকা সুদ জানান, সাধারণ মানুষের সেবা করার জন্যই তিনি রাজনীতিতে যোগদান করলেন ৷