মুম্বই, 14 নভেম্বর : তাঁর রাজনীতিতে আসা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে । এখনও পর্যন্ত নিজে সেদিকে পা না বাড়ালেও, বোন মালবিকা সুদকে এগিয়ে দিলেন সোনু সুদ । আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন মালবিকা । তবে কোন দলে নাম লেখাতে চলেছেন মালবিকা, ভাই-বোনের কেউই তা খোলসা করেননি ৷
চণ্ডীগড় থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত মোগায় জন্ম সোনুর ৷ সেখান থেকেই রবিবার বোনের রাজনীতিতে পদার্পণের ঘোষণা করেন সোনু ৷ বোনকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মালবিকা লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ মানুষের সেবা করতে চায় ও ৷’’
পঞ্জাব কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টি (আপ), দুই দলের সঙ্গই সোনুর হৃদ্যতা রয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের মাদক বিরোধী অভিযানের প্রচারের মুখ তিনি ৷ সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখাও করেন সোনু ৷ আবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্কুল শিক্ষা দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি ৷ তাই কংগ্রেস বা আপের হাত ধরেই সোনু রাজনীতিতে আসতে পারেন বলে জল্পনা ছিল ৷
আরও পড়ুন:Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান
তবে বোন মালবিকা কোন দলের হাত ধরবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন সোনু ৷ এ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়া সত্যিই জীবনের বড় সিদ্ধান্ত ৷ সাধারণ আলাপচারিতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আদর্শ ৷ ও কোন দলের সঙ্গে এগোবে, সঠিক সময় এলেই জানতে পারবেন ৷’’