পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Presidential Poll : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে - sonia reaches out to opposition leaders for presidential poll

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই (Presidential Poll) ৷ ইতিমধ্যেই এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Presidential Poll 2022
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের আলোচনা

By

Published : Jun 12, 2022, 12:09 PM IST

Updated : Jun 12, 2022, 2:49 PM IST

নয়াদিল্লি, 12 জুন: তবে কি রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বিজেপি বিরোধী মঞ্চে সমান্তরাল দু'টি অক্ষ তৈরি হতে চলেছে ? যার একদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও অপর দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শনিবার বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, আগামী 15 জুন দিল্লির কন্সটিটিউশন ক্লাবে বিরোধী নেতৃত্বকে একজোট হয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় বসার জন্য ৷ সোনিয়াকেও চিঠি পাঠিয়েছেন মমতা ৷ অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সোনিয়া গান্ধি ৷ তিনি কথা বলেছেন শরদ পাওয়ার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ৷

কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস সভানেত্রী ইতিমধ্যেই কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতৃত্বের সঙ্গে (Sonia Gandhi reaches out to opposition leaders for presidential poll) ৷ শনিবার তিনি কয়েকজন নেতার সঙ্গেও দেখাও করেন ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনিয়া ৷ কংগ্রেস জানিয়েছে, তাঁর এই শারীরিক অসুস্থতার কারণে সোনিয়া মল্লিকার্জুন খড়গেকে দায়িত্ব দিয়েছেন অন্য বিরোধী নেতাদের সঙ্গে কথা বলতে ৷

আরও পড়ুন : রাইসিনার রেসে বিরোধীদের একজোট করতে কি পারবেন মমতা ?

বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, দেশের সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও নাগরিকদের বিজেপি'র রাজত্ব থেকে রক্ষা করতে পারবেন এমন কাউকে তারা রাষ্ট্রপতি পদে দেখতে চায় ৷ রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে বিরোধী নেতৃত্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই ৷

Last Updated : Jun 12, 2022, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details