পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonia Gandhi to PM Modi: মোদিকে চিঠি সোনিয়ার, বিশেষ অধিবেশনে ন'টি ইস্যুতে আলোচনার দাবি - প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়ে নয়টি বিষয়ের উপর সংসদের বিশেষ অধিবেশনে আলোচনার দাবি জানালেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ একই সঙ্গে, তিনি স্পষ্ট করেছেন বিরোধীরা 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে অংশ নিতে চায় ৷ পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মণিপুরের হিংসা এবং মুদ্রাস্ফীতি নিয়েও আলোচনার দাবি জানিয়েছে তিনি।

Etv Bharat
মোদিকে চিঠি সোনিয়ার

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 3:52 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: 18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনের আগে এবার ন'টি ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সংসদে আলোচনা ও বিতর্কের দাবিও জানিয়েছেন সোনিয়া। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সোনিয়া লিখেছেন, "বিরোধীরা অবশ্যই এই বিশেষ অধিবেশনে অংশ নিতে চায় ৷" সেইসঙ্গে, অধিবেশনে সাধারণ মানুষের কথা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই অধিবেশনে বিরোধীরা উত্থাপন করতে চায় বলেও চিঠিতে জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷

তবে সংসদের এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই যেমন অনুষ্ঠিত হচ্ছে, তেমনই কোনও বিরোধী দলের এই অধিবেশনের অ্যাজেন্ডা বা বিজনেস সম্পর্কে কোনও ধারণা নেই বলেও প্রধানমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন সোনিয়া। তিনি লিখেছেন, “আপনি 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ পাঁচ দিনের অধিবেশনের আহ্বান করেছেন। তবে এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই আহ্বান করা হয়েছে। আমাদের কারও এই অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও ধারণা নেই ৷"

প্রধানমন্ত্রীকে সোনিয়া গান্ধি লিখেছেন, "আমাদের জানানো হয়েছে অধিবেশনের পাঁচ দিনই সরকারি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। আমরা অবশ্যই বিশেষ অধিবেশনে অংশ নিতে চাই কারণ, আমরা জনসাধারণের উদ্বেগ ও গুরুত্বের বিষয়গুলি তুলে ধরতে চাই ৷" কংগ্রেস সাংসদের অনুরোধ, বিশেষ অধিবেশন চলাকালীন জাতিশুমারির প্রয়োজনীয়তা, মণিপুর ইস্যু, সাম্প্রদায়িক সংঘর্ষ এবং মুদ্রাস্ফীতি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হোক ৷

আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণে জি20 নৈশভোজে যোগ দিতে দিল্লি যাবেন মমতা ! দেখা হতে পারে হাসিনার সঙ্গে

একইসঙ্গে সোনিয়া গান্ধি জানিয়েছেন, “আমি আন্তরিকভাবে আশা করছি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা এবং বিতর্কের জন্য উপযুক্ত নিয়মের অধীনে সময় বরাদ্দ করা হবে।" তাঁর দাবি, মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, এমএসএমইগুলির দুর্দশার, কৃষক সংগঠনগুলির প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতির উপরও আলোচনা হোক অধিবেশনে ৷ সেই সঙ্গে, আদানি ব্যবসায়িক গোষ্ঠীর লেনদেনের বিষয়ে তদন্তের জন্য একটি জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) গঠনের জন্যও প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details