নয়াদিল্লি, 6 অগস্ট: 18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনের আগে এবার ন'টি ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সংসদে আলোচনা ও বিতর্কের দাবিও জানিয়েছেন সোনিয়া। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সোনিয়া লিখেছেন, "বিরোধীরা অবশ্যই এই বিশেষ অধিবেশনে অংশ নিতে চায় ৷" সেইসঙ্গে, অধিবেশনে সাধারণ মানুষের কথা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই অধিবেশনে বিরোধীরা উত্থাপন করতে চায় বলেও চিঠিতে জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷
তবে সংসদের এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই যেমন অনুষ্ঠিত হচ্ছে, তেমনই কোনও বিরোধী দলের এই অধিবেশনের অ্যাজেন্ডা বা বিজনেস সম্পর্কে কোনও ধারণা নেই বলেও প্রধানমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন সোনিয়া। তিনি লিখেছেন, “আপনি 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ পাঁচ দিনের অধিবেশনের আহ্বান করেছেন। তবে এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই আহ্বান করা হয়েছে। আমাদের কারও এই অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও ধারণা নেই ৷"