নয়া দিল্লি , 20 মে :বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, নবোদয় বিদ্যালয়ের যেসব পড়ুয়ারা প্যানডেমিকে বাবা-মাকে হারিয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব যেন সরকার নেয় ৷
21 মে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 30 তম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষিতে এই চিঠি লেখেন সোনিয়া ৷
চিঠিতে সোনিয়া লিখেছেন, " মহামারির জন্য যে বিপর্যয় দেখা দিয়েছে, তার মধ্যে যে শিশুরা তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তা সব থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সব শিশুরা এখন মানসিক ভাবে বিপর্যস্ত এবং ভবিষ্যতে পড়াশোনার জন্য সাহায্য করার মতো তাদের পাশে কেউ নেই ৷"
তিনি আরও লিখেছেন, " আমার স্বামী রাজীর গান্ধির উন্নয়নের লক্ষে পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল নবোদয় বিদ্যালয় নেটওয়ার্ক ৷ গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়াদের জন্য সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা সহজলভ্য করে তোলা তাঁর স্বপ্ন ছিল ৷"