নয়াদিল্লি, 29 জুলাই:"রাহুলকে বিয়ে দিন" ৷ অতিথির বক্তব্যে অবশ্য একেবারেই বিচলিত হননি সোনিয়া ৷ বরং তৎক্ষণাৎ পালটা ছেলের জন্য মেয়ে খুঁজে দিতে বলেন রাহুলের মা ৷ রাহুলও চুপ থাকেননি ৷ তিনি জানান, মহিলা যা চাইছে তা হবে ৷ এমন কথা আখছাড় সাধারণের ঘরে হয়েই থাকে ৷ কিন্তু এই প্রসঙ্গই যদি ওঠে 10 জনপথের অন্দরে, তবে তাতে বিস্ময় জাগে বৈ কী !
10 জনপথে সোনিয়া গান্ধির বাসভবনে হরিয়ানার বেশ কয়েকজন মহিলা কৃষকের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন কংগ্রেস নেত্রী, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি ৷ জানা গিয়েছে, এই সময়ই সোনিয়া গান্ধির সঙ্গে কথোপকথনের সময় এক মহিলা তাঁকে বলেন, "রাহুলকে এবার বিয়ে দিন ৷" আর তারই পালটা ছেলের জন্য মেয়ে খুঁজতে বলেন সোনিয়াও ৷ গোটা কথোপকথনে খোদ রাহুল গান্ধিও যোগ দিয়েছিলেন ৷ তিনি অবশ্য সংক্ষেপে বিয়ের ক্ষেত্রে সম্মতি সূচক বক্তব্যই রেখেছেন ৷
সম্প্রতি হরিয়ানার সোনিপথে কৃষকদের সঙ্গে এক কর্মসূচিতে থাকাকালীন মহিলা কৃষকদের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল। যার মধ্যে অন্যতম ছিল দিল্লি দর্শন ৷ আর সেই প্রতিশ্রুতি পূরণ করতেই, প্রাক্তন কংগ্রেস প্রধান হরিয়ানার সোনিপথ জেলার কিছু মহিলা কৃষককে তাঁর মায়ের বাড়িতে আমন্ত্রণ জানান মধ্যাহ্ন ভোজের জন্য ৷ সেখানে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কাকে দেখা যায় তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবার ভাগ করে নিতে। জানা গিয়েছে, সেখানেই রাহুল গান্ধির বিয়ে নিয়ে এক মহিলা উদ্বেগ প্রকাশ করেন ৷ সোনিয়ার 10, জনপথের বাসভবনে কথোপকথনের সময়, এক মহিলা সোনিয়া গান্ধিকে জিজ্ঞাসাই করে বসেন, "রাহুলকে এবার বিয়ে দিন ৷" যেখানে সোনিয়া তাঁকে বলেন, "আপনি ওঁর জন্য একটি মেয়ে খুঁজে দিন ৷" এমন সময় রাহুল গান্ধি সংক্ষেপে শুধু বলেন, "হ্যাঁ, হবে...৷"
গত 8 জুলাই রাহুল গান্ধি সোনিপথের মদিনা গ্রামে যান ৷ তিনি সেখানকার কৃষকদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি কৃষি জমিতে নেমে কৃষকদের সঙ্গে কাজ করতেও দেখা যায় রাহুলকে ৷ তিনি সেখানে ধানের চারা রোপনেও অংশ নিয়েছিলেন ৷ মাঠে কাজ করা মহিলা শ্রমিকদের আনা খাবারও খেয়েছিলেন রাহুল ৷ আর তখনই সোনিপথের কৃষক মহিলারা রাহুলের কাছে অনুযোগের সুরে জানিয়েছিলেন, যে এত কাছাকাছি থাকা সত্ত্বেও তারা কখনও রাজধানীতে যাননি। রাহুল গান্ধি তখন তাদের 'দিল্লি দর্শন'-এর জন্য দিল্লিতে আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ একই সঙ্গে, ওই মহিলাদের সঙ্গে বোন প্রিয়াঙ্কা গান্ধিরও কথা বলিয়েদিয়েছিলেন রাহুল ৷ সেখানেই প্রিয়াঙ্কা তাদের বাসভবনে খাবারের জন্য আমন্ত্রণ জানান। সেই মতো 10 জনপথে মধ্য়াহ্নভোজে এসেছিলেন সোনিপথের ওই কৃষক মহিলারা ৷
আরও পড়ুন: সেনা-শৃঙ্খলায় আপস নয়, জওয়ানের কোর্ট মার্শাল মামলায় রায় সুপ্রিম কোর্টের
শনিবার রাহুল গান্ধি ভিডিয়ো টুইট করে লেখেন, "মা, প্রিয়াঙ্কা এবং আমার জন্য কিছু বিশেষ অতিথির সঙ্গে মনে রাখার মতো একটি দিন। সোনিপথের কৃষক বোনদের দিল্লি দর্শন, বাড়িতে তাদের সঙ্গে দুপুরের খাবার এবং অনেক কথাবার্তা হল। দেশি ঘি, মিষ্টি লস্যি, ঘরে তৈরি আচার এবং প্রচুর ভালবাসা এমনই বেশ কিছু অমূল্য উপহার পেয়েছি ৷" কংগ্রেস তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "রাহুল গান্ধি সোনিপথের কৃষক বোনদের দিল্লি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষক বোনরা দিল্লিতে এসেছিলেন, প্রতিশ্রুতি পূরণ হয়েছে ৷"
ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষক মহিলাদের সঙ্গে বেশ খুশির মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে ৷ তাদের একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতেও দেখা যায়। তাদের জিজ্ঞাসা করতে রাহুল গান্ধিকে দেখা যায় যে তারা খাবারটি পছন্দ করেছেন কি না ৷ একই সঙ্গে, সকলে মিষ্টি খেয়েছে কি না, তাও জিজ্ঞাসা করতে দেখা যায়। মহিলাদের সঙ্গে বেশ কয়েকজন শিশুও এসেছিল ৷ তাদের চকলেট দিতেও দেখা যায় রাহুলকে ৷