নয়াদিল্লি, 22 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোনিয়া গান্ধিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ কিন্তু তিনি ইডি'র মুখোমুখি হওয়ার জন্য আরও কয়েক সপ্তাহ সময় চান ৷ বুধবার তিনি ইডি-কে এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ও তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) জেরার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ রাহুল গান্ধিকে ইতিমধ্য়ে পাঁচদিন জেরা করা হয়ে গিয়েছে ৷ কিন্তু সোনিয়া গান্ধি ইডি-র সামনে উপস্থিত হতে পারেননি ৷ তার কারণ, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালেও ভর্তি ছিলেন ৷ গত 20 জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসের 8 তারিখ ইডি সোনিয়াকে হাজির হওয়ার নোটিশ দিয়েছিল ৷ কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সেদিন যেতে পারেননি ৷ এর পর ইডি আবার নোটিশ জারি করে ৷ প্রথমবারও অসুস্থতার কারণ দেখিয়ে আরও সময় চেয়েছিলেন সোনিয়া ৷ এবারও একই পদক্ষেপ করলেন তিনি ৷