নয়াদিল্লি, 29 নভেম্বর : বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি এবং কৃষি বিল প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে সংসদের বাইরে কংগ্রেস সাংসদের অবস্থান বিক্ষোভ ৷ গান্ধি মূর্তির বাইরে সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি (Sonia Gandhi Protest for Demanding discussion on farm laws repeal bill) ৷ কংগ্রেসের এই বিক্ষোভে রাজ্যসভার নেতা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী সামিল হন ৷ এদিন তৃণমূলও আলাদা ভাবে একই দাবিতে বিক্ষোভ দেখায় ৷
আজ সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরুর আগে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ যে বৈঠকে কৃষি আইন প্রত্যাহার এবং অন্যান্য ইস্যুতে শীতকালীন অধিবেশনে বিরোধী ঐক্যমত গঠনের জন্য এই বৈঠক করেছিল কংগ্রেস ৷ যে বৈঠকে তৃণমূল সাংসদরা অংশ নেননি ৷ অন্যদিকে, এ দিন সংসদে অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে শোরগোল শুরু হয় ৷ হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই সাময়িকভাবে মুলতবি করে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল