পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Winter Session : কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ কংগ্রেস-তৃণমূলের - Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021

লোকসভায় কৃষি বিল নিয়ে আলোচনা না করার প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন কংগ্রেস সাংসদরা (Parliament Winter Session) ৷ যে বিক্ষোভে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি অংশ নিয়েছিলন (Sonia Gandhi Demands discussion on farm laws repeal bill) ৷ তৃণমূলের তরফেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ৷

Congress and TMC Protest Out Side Parliament
কৃষি আইন প্রত্যাহার বিলের আলোচনার দাবিতে বিক্ষোভ

By

Published : Nov 29, 2021, 1:16 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর : বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি এবং কৃষি বিল প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে সংসদের বাইরে কংগ্রেস সাংসদের অবস্থান বিক্ষোভ ৷ গান্ধি মূর্তির বাইরে সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি (Sonia Gandhi Protest for Demanding discussion on farm laws repeal bill) ৷ কংগ্রেসের এই বিক্ষোভে রাজ্যসভার নেতা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী সামিল হন ৷ এদিন তৃণমূলও আলাদা ভাবে একই দাবিতে বিক্ষোভ দেখায় ৷

আজ সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরুর আগে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ যে বৈঠকে কৃষি আইন প্রত্যাহার এবং অন্যান্য ইস্যুতে শীতকালীন অধিবেশনে বিরোধী ঐক্যমত গঠনের জন্য এই বৈঠক করেছিল কংগ্রেস ৷ যে বৈঠকে তৃণমূল সাংসদরা অংশ নেননি ৷ অন্যদিকে, এ দিন সংসদে অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে শোরগোল শুরু হয় ৷ হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই সাময়িকভাবে মুলতবি করে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

এ দিন তৃণমূলের তরফেও মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয় ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা বিক্ষোভ দেখান ৷ লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা ৷ কিন্তু, কেন্দ্রের তরফে বিরোধীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ বেলা 12টার পর অধিবেশন শুরু হওয়ার পর ধ্বনি ভোটে লোকসভায় বিলটি পাশ হয়ে যায় ৷

আরও পড়ুন : TMC not joining opposition meet: শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়, কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

এ নিয়ে মোদি-শাহকে নিশানা করে একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল নিয়ে আলোচনা না করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন ৷ কৃষি আইন তার প্রত্যক্ষ উদাহরণ ৷ 27টি বিল আগের অধিবেশনে গড়ে 10 মিনিটের আলোচনায় পাশ করিয়ে দেওয়া হয়েছিল ৷’’ প্রসঙ্গত, গত 19 নভেম্বর প্রধানমন্ত্রী তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন (farm laws Repeal) ৷

ABOUT THE AUTHOR

...view details