নয়া দিল্লি, 8 ডিসেম্বর : কৃষক আন্দোলনে মৃত 700 জন কৃষকের আত্মত্যাগের জন্য তাঁদের শ্রদ্ধা জানান, এই আবেদন জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী (Congress interim president) সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ পাশাপাশি বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "মোদি সরকার কৃষক এবং সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল ৷ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে ৷ প্রত্যেকটি পরিবারের মাসের খরচে আগুন লেগেছে ৷" বুধবার কংগ্রেসের সংসদীয় বৈঠকে (Congress Parliamentary Party meeting) মোদি সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী (Sonia Gandhi at CCP meeting) ৷
শীতকালীন অধিবেশনে আজই প্রথম সংসদে এলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সংসদের সেন্ট্রাল হলে দলের সংসদীয় বৈঠকে সংসদে সীমান্ত বিষয়ে (border issues) বিস্তারিত আলোচনার দাবি জানান কংগ্রেস সুপ্রিমো ৷ এর সঙ্গে 12 জন সাংসদ বহিষ্কারের (suspension of 12 MPs) ঘটনাকে "অভাবনীয় এবং গ্রহণযোগ্য নয়" (unprecedented & unacceptable) বলেন সোনিয়া গান্ধি ৷
আরও পড়ুন : Shivasena may join UPA : রাহুলের সঙ্গে বৈঠকের পরই ইউপিএ-তে যোগদানের ইঙ্গিত শিবসেনার
সংসদের বাদল অধিবেশনের (monsoon session of parliament) শেষ দিনে রাজ্যসভায় 'উচ্ছৃঙ্খল আচরণের' (unruly conduct) জন্য শীতকালীন অধিবেশনের (Winter Parliament Session 2021) প্রথম দিনে 12 জন সাংসদকে বহিষ্কার (suspension of 12 MPs) করা হয় ৷ এ নিয়ে প্রতিদিনই তোলপাড় চলছে সংসদে ৷ পাশাপাশি গান্ধি মূর্তির পাদদেশে বহিষ্কৃত সাংসদদের সঙ্গে লাগাতার ধরনায় বসেছেন বিভিন্ন দলের সাংসদরা ৷ আজ সেই ঘটনার প্রতিবাদে বৈঠকে যোগ দিতে সংসদে এসেছেন সোনিয়া গান্ধি ৷ বহিষ্কৃত সাংসদদের সমবেদনা জানাতে কংগ্রেস সবসময় তাঁদের পাশে রয়েছে, জানান কংগ্রেস নেত্রী ৷
বহিষ্কৃত সাংসদদের মধ্যে কংগ্রেসের ফুলো দেবী নেতাম (Phulo Devi Netam), ছায়া বার্মা (Chhaya Verma), রিপুন বোরা (Ripun Bora), (Rajamani Patel), সৈয়দ নাসির হুসেন (Syed Nasir Hussain) এবং অখিলেশ প্রসাদ সিং (Akhilesh Prasad Singh), তৃণমূল কংগ্রেস এবং শিব সেনার 2 জন, সিপিআই ও সিপিআইএম-এর একজন সাংসদ রয়েছেন ৷